ঘূর্ণিঝড় বুয়ালোইর তাণ্ডব
লাখো মানুষ বাস্তুচ্যুত
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২০:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২২:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফিলিপাইন ও ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় বুয়ালোই। এ দুর্যোগে ইতোমধ্যেই কয়েক ডজন মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত সপ্তাহে ফিলিপাইনের মধ্যাঞ্চলের ছোট ছোট দ্বীপে প্রবল বেগে আঘাত হানে ঝড়টি। এতে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।
ফিলিপাইনের এক বেসামরিক কর্মকর্তা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে এবং এর ঝুঁকি এখন আরও ভয়াবহ।
রবিবার ভিয়েতনামে আছড়ে পড়ে বুয়ালোই। ঘূর্ণিঝড়টির বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। উত্তর ও মধ্যাঞ্চলে কয়েক হাজার ঘরবাড়ি ভেঙে যায়। সরকারি হিসাব অনুযায়ী, শুধু ভিয়েতনামেই কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫৩ হাজার মানুষ।
৭১ বছর বয়সী ত্রিন থি লি নামের এক প্রত্যক্ষদর্শী জানান, “বাতাসে আমার ঘরের ছাদ উড়ে গেছে। জীবন বাঁচাতে দ্রুত প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেই।”
এ ঝড়ে দেশটির চারটি অভ্যন্তরীণ বিমানবন্দর ও প্রধান মহাসড়কের কিছু অংশ বন্ধ হয়ে যায়। সোমবার পর্যন্ত অন্তত ১৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন অব্যাহত থাকলে এ ধরনের ঘূর্ণিঝড় আরও ঘন ঘন ও শক্তিশালী আকারে দেখা দিতে পারে। ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য এমন দুর্যোগ মোকাবিলা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।