বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ঢাকাসহ ৪৯ জেলায় তাপপ্রবাহ, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৫১, ১১ জুন ২০২৫ | আপডেট: ০০:৫৬, ১৪ অক্টোবর ২০২৫

ঢাকাসহ ৪৯ জেলায় তাপপ্রবাহ, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দেশের আবহাওয়া পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ ৪৯ জেলার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা সাময়িক হলেও জনজীবনে চরম অস্বস্তি তৈরি করেছে। তাপপ্রবাহের কবলে পড়া বিভাগগুলো হলো—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।

কোথায় কেমন পরিস্থিতি

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, নীলফামারী জেলায় মাঝারি তাপপ্রবাহ এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীসহ অন্যান্য জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এ তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে বলেও আশা করা হচ্ছে।

বৃষ্টির সম্ভাবনা (১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত)

বৃহস্পতিবার (১২ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি এবং চট্টগ্রামে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৩ জুন) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট: কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা: দু-এক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

শনিবার (১৪ জুন) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহীর কিছু কিছু জায়গায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি ও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রবিবার (১৫ জুন) দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা আরও কমতে পারে।

পরবর্তী ৫ দিনের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং সেইসঙ্গে তাপমাত্রাও কমবে। এতে করে চলমান তাপপ্রবাহ অনেকাংশে প্রশমিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু