শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ রূপ

ইউরোপে গরমে মৃত্যু ৬২ হাজার ছাড়াল

বিশেষ প্রতিবেদন

প্রকাশ: ১৩:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ইউরোপে গরমে মৃত্যু ৬২ হাজার ছাড়াল

 

২০২৪ সালের রেকর্ডভাঙা গরম ইউরোপে এক ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছিল। স্পেনভিত্তিক গবেষণা সংস্থা বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (ISGlobal) পরিচালিত এক সমীক্ষায় জানা গেছে, শুধুমাত্র ২০২৪ সালের গ্রীষ্মেই ৬২,৭৭৫ জন মানুষ গরম-জনিত কারণে প্রাণ হারান। এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী ন্যাচার মেডিসিন-এ।
২০২৩ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেশি। ২০২৩ সালে গরমে মৃত্যুর সংখ্যা ছিল ৫০,৭৯৮ জন। তবে ২০২২ সাল এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ গ্রীষ্ম হিসেবে চিহ্নিত, যখন প্রাণ হারিয়েছিলেন ৬৭,৮৭৩ জন। ফলে, ২০২২ থেকে ২০২৪ সালের টানা তিনটি গ্রীষ্মে ইউরোপে গরম-জনিত মৃত্যু দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮১ হাজারে।

কোন দেশে কত মৃত্যু?
২০২৪ সালের গ্রীষ্মে ইতালিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে—প্রায় ১৯ হাজার জন। এরপর রয়েছে স্পেন ও জার্মানি, যেখানে মারা গেছেন ৬ হাজারেরও বেশি মানুষ।
জনসংখ্যার অনুপাতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল গ্রিসে, যেখানে প্রতি ১০ লাখে মৃত্যু হয়েছে ৫৭৪ জনের। এরপরেই রয়েছে বুলগেরিয়া ও সার্বিয়া।

কেন এত মৃত্যু?
গবেষকরা বলছেন, মৃত্যুর শংসাপত্রে সচরাচর সরাসরি “গরম” মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ থাকে না। হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, হৃদরোগ, স্ট্রোক এবং শ্বাসকষ্টজনিত সমস্যা—এসবই গরমের সঙ্গে গভীরভাবে যুক্ত। ফলে, প্রকৃত মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার থেকে ৮৫ হাজার—এই সীমার মধ্যে হতে পারে বলে অনুমান করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপের তাপমাত্রা এখন আন্তর্জাতিক গড়ের দ্বিগুণ হারে বাড়ছে। এতে সবচেয়ে ঝুঁকিতে পড়ছে প্রবীণ ও দুর্বল জনগোষ্ঠী।
গবেষণায় দেখা গেছে, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে অন্তত এক সপ্তাহ আগেই সতর্কবার্তা দেওয়া সম্ভব। ISGlobal-এর গবেষক জোয়ান ব্যালেটার ক্লারামুন্ট জানিয়েছেন, কার্যকর “আর্লি ওয়ার্নিং সিস্টেম” থাকলে ইউরোপের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অনেকাংশে রক্ষা করা যেত।

এরই মধ্যে ২০২৫ সালের গ্রীষ্মকে ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বলা হচ্ছে। ব্রিটিশ গবেষকদের এক প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, শুধু শহরাঞ্চলেই গরম-জনিত কারণে মৃত্যু হয়েছে অন্তত ১৬,৫০০ জনের। তবে এটি প্রাথমিক অনুমান মাত্র; দীর্ঘমেয়াদি তথ্য বিশ্লেষণের পরই আসল চিত্র সামনে আসবে।
২০২২ থেকে ২০২৪ সালের টানা গ্রীষ্মে ইউরোপে প্রায় দুই লক্ষ মানুষ গরমে প্রাণ হারিয়েছেন। ২০২৫ সালও রেকর্ডভাঙা গরমের সাক্ষী হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন—যদি বিশ্ব উষ্ণায়ন রোধে কার্যকর পদক্ষেপ এখনই না নেওয়া হয়, তবে আগামী বছরগুলোতে ইউরোপে মৃত্যু আরও ভয়াবহ আকার নেবে।
 

আরও পড়ুন