বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

হারিকেন এরিন

মার্কিন পূর্ব উপকূলে তীব্র ঢেউ ও ঝুঁকির শঙ্কা

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০০:২৮, ২১ আগস্ট ২০২৫

মার্কিন পূর্ব উপকূলে তীব্র ঢেউ ও ঝুঁকির শঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে বিপজ্জনক ঢেউ ও প্রাণঘাতী রিপ কারেন্ট সৃষ্টি করছে হারিকেন এরিন। শক্তিশালী এ ঝড় এখনো স্থলভাগে আঘাত হানবে না বলে পূর্বাভাস থাকলেও উত্তর ক্যারোলাইনা থেকে শুরু করে নিউ ইয়র্ক পর্যন্ত উপকূলীয় অঞ্চলজুড়ে এর প্রভাব পড়তে শুরু করেছে।

ঝড়ের বর্তমান অবস্থা
এরিন বর্তমানে আটলান্টিক মহাসাগরে উত্তরমুখী হয়ে মার্কিন উপকূল বরাবর সমান্তরাল গতিপথে এগোচ্ছে। ক্যাটাগরি-২ শক্তির এ হারিকেন এরই মধ্যে সমুদ্র উত্তাল করে তুলেছে, যার ফলে বিপজ্জনক ঢেউ ও জলোচ্ছ্বাসের শঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে বারমুডাও ঝড়ের প্রভাবে বিপজ্জনক ঢেউয়ের সম্মুখীন হচ্ছে।

প্রস্তুতি ও সতর্কতা
উত্তর ক্যারোলাইনায় এরিনের প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে ধারণা করা হচ্ছে। রাজ্যের গভর্নর জশ স্টেইন মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন, যাতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যায়। ইতোমধ্যেই বেশ কিছু জনপ্রিয় সমুদ্রসৈকতে সাঁতার ও পানিতে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ডেলাওয়ার ও নিউ জার্সির বেশ কয়েকটি সমুদ্রসৈকতে “নো-সুইম” নির্দেশ জারি।
নিউ ইয়র্ক সিটির সব পাবলিক বিচও জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রেসকিউ অভিযান
ঝড়ের প্রভাবে ইতোমধ্যেই রিপ কারেন্টে ভেসে গিয়ে বহু মানুষকে উদ্ধার করতে হয়েছে।
উত্তর ক্যারোলাইনার রাইটসভিল বিচে সোমবার প্রায় ৬০ জন এবং মঙ্গলবার আরও এক ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
একই রাজ্যের সার্ফ সিটিতে সোমবার ১৫ জনকে উদ্ধার করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া শান্ত ও রৌদ্রোজ্জ্বল মনে হলেও পানিতে প্রবল স্রোত রয়েছে। এ কারণে অভিজ্ঞ সাঁতারুরাও বিপদে পড়ছেন।
রাইটসভিল বিচ ওশান রেসকিউ ডিরেক্টর স্যাম প্রফিট সিএনএনকে বলেন—“রিপ কারেন্টগুলো অনেক বড়, কখনও কখনও কয়েক ব্লকজুড়ে বিস্তৃত এবং অত্যন্ত শক্তিশালী। এখানে প্রচুর পানি একসঙ্গে বাইরে দিকে বের হয়ে যাচ্ছে। তাই আপনি যত ভালো সাঁতারুই হোন না কেন, এর বিরুদ্ধে লড়াই করা প্রায় অসম্ভব।”
আবহাওয়াবিদরা বলছেন, আটলান্টিকের ঘূর্ণিঝড় মৌসুম এখন গতি পাচ্ছে। এরিনের পরপরই নতুন আরেকটি ট্রপিক্যাল সিস্টেম তৈরি হতে শুরু করেছে, যা আসন্ন দিনগুলোতে নতুন নামকৃত ঝড়ে রূপ নিতে পারে।স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা ও সতর্কতা অবলম্বন ছাড়া এ মুহূর্তে উপকূলীয় অঞ্চলে ভ্রমণ বা সমুদ্রে নামা প্রাণঘাতী ঝুঁকি ডেকে আনতে পারে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: