বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

মেসিকে নিয়ে এখনও অপেক্ষায় মায়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:২৯, ২৭ আগস্ট ২০২৫

মেসিকে নিয়ে এখনও অপেক্ষায় মায়ামি

লিওনেল মেসি আবারও দুশ্চিন্তার নাম ইন্টার মায়ামির সমর্থকদের কাছে। লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে আজ রাতে নামতে পারবেন কিনা—এখনও নিশ্চিত নয়। যদিও ম্যাচের আগের দিন অনুশীলনে অংশ নিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা, তবুও তাঁর খেলা নির্ভর করছে শতভাগ ফিটনেস পরীক্ষার ওপর।

কোচিং স্টাফের সতর্ক করে ইন্টার মায়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস জানালেন, মেসি ও জর্ডি আলবা দু’জনকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন—
“জর্ডি ও লিও অনুশীলন করেছে আমাদের সঙ্গে। পুরো অনুশীলনই তারা সম্পন্ন করেছে। তবে দিনের মধ্যে তাদের অবস্থা কেমন উন্নত হয় সেটা দেখেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

মোরালেস আরও আশাবাদী ভঙ্গিতে বলেন, “তার অনুশীলন নিয়ে আমরা খুবই ইতিবাচক। অন্তত দলে থাকবেন, এটা আমরা ধরে নিতে পারি।”

চোটের ঝামেলায় মায়ামির দুই তারকা
২০২৩ সালে মেসির হাত ধরেই লিগস কাপের শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। কিন্তু এবার চোট তাঁকে ভোগাচ্ছে। ডান পায়ের পেশির ইনজুরিতে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি। মেজর লিগ সকারের সাম্প্রতিক ম্যাচেও ছিলেন না। অন্যদিকে জর্ডি আলবা হাঁটুর সমস্যায় ভুগছেন।

সর্বশেষ মাঠে নামা
মেসি সর্বশেষ মাঠে নামেন গত ১৬ আগস্ট, তাও আবার বদলি হিসেবে। এরপর থেকে তিনি পুনর্বাসন আর অনুশীলনেই ব্যস্ত। ফলে সমর্থকদের প্রত্যাশা ও অপেক্ষার ভার যেন আরও বাড়ছে।
আজ রাতে মায়ামির ভাগ্য নির্ভর করবে মেসি মাঠে নামবেন কি না, আর নামলেও কতটা সময় খেলতে পারবেন—সেই প্রশ্নের জবাব মিলবে ম্যাচ ডেতে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: