অনূর্ধ্ব-১৫ বালকদের কাছে বড় হারে নারী দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:২০, ২৪ আগস্ট ২০২৫

ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে থাকা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল আবারও বড় ধাক্কা খেল। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-১৫ বালকদের বিপক্ষে মাত্র ৪৯ রানে অলআউট হয়ে যায় নারী লাল দল। জবাবে ছেলেরা ২২৯ বল হাতে রেখে সহজেই ৮ উইকেটে জয় তুলে নেয়।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল টসে জিতে ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার পরিচয় দেয় শুরু থেকেই। ২০.৪ ওভার ব্যাট করেই ৪৯ রানে গুটিয়ে যায় দল।
সর্বোচ্চ ১৮ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে।
তিনে নামা সুমাইয়া করেন ৮ রান।
অধিনায়ক জ্যোতি ১৪ বল খেলে করেন মাত্র ১ রান।
দলের বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শেষ ১৮ রান তুলতেই হারাতে হয় ৯ উইকেট।
ছেলেদের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়
অনূর্ধ্ব-১৫ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব। দুজনই শিকার করেন তিনটি করে উইকেট। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নারী দলের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি।
সহজ জয় ছেলেদের
মাত্র ১১.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে অনূর্ধ্ব-১৫ দল। ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। নারী দলের ব্যাটিং ব্যর্থতা বিশ্বকাপের আগে উদ্বেগ বাড়ালেও, কোচ ও নির্বাচকরা একে প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন।
বিশ্বকাপের আগে এই ধরনের ব্যর্থতা নারী দলের জন্য বড় সতর্কবার্তা। বিশেষজ্ঞদের মতে, মূল টুর্নামেন্টে টিকে থাকতে হলে ব্যাটিং লাইনআপে আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা ফিরিয়ে আনতে হবে।