হিমুর আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক রুফির বিচার শুরু
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:২৬, ২৭ আগস্ট ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রুফির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। আদালত আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন।
২০২৩ সালের ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় হিমুর মামা নাহিদ আক্তার মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের প্রেমিক রুফির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনই হিমুর আত্মহত্যার অন্যতম কারণ। তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ আগস্ট এসআই সাব্বির হোসেন আদালতে রুফিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
মামলার নথি অনুযায়ী, আত্মহত্যার আগের দিন অর্থাৎ ১ নভেম্বর হিমু রুফির মোবাইল নম্বর ও ভিগো আইডি ব্লক করে দেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়।
২ নভেম্বর বিকেল ৩টার দিকে রুফি হিমুর বাসায় প্রবেশ করেন। সেখানে উপস্থিত মেকআপম্যান মিহিরের সাক্ষ্যে জানা যায়, বিকেল ৫টার দিকে রুফি হঠাৎ চিৎকার করে বলেন, হিমু আত্মহত্যা করেছেন। পরে মিহির গিয়ে রুমের ভেতর ফাঁস দেওয়া অবস্থায় হিমুকে দেখতে পান। সেই সময় রুমে দুটি ভাঙা গ্লাসও পড়ে ছিল।
হিমুকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, ঘটনাস্থল থেকে হিমুর ব্যবহৃত দুটি মোবাইল ফোন কৌশলে নিয়ে চলে যান রুফি।
আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বলেছেন, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। আগামী ১৭ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হলে এ মামলার আইনি লড়াই আনুষ্ঠানিকভাবে এগোবে।
এই মামলার অগ্রগতিকে ঘিরে মিডিয়া ও নাট্যজগতের শিল্পীরা ইতিমধ্যেই গভীর আগ্রহ প্রকাশ করেছেন।