শেরপুর সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ বিজিবির
শেরপুর সংবাদদাতা
প্রকাশ: ১৬:৪০, ২৭ আগস্ট ২০২৫ | আপডেট: ২২:৩৩, ২৮ আগস্ট ২০২৫

শেরপুর সীমান্তে ফের অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় পণ্যের বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলায় আলাদা অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে ২ হাজার ৩৬৪ পিস ফেসওয়াশ, ২ লাখ ৫০ হাজার পিস জিলেট ব্লেড, ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়, একটি গরু ও চারটি বাইসাইকেল জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১৪ হাজার টাকা।
অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, 'আন্তর্জাতিক সীমানা রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।'
শেরপুর সীমান্ত এলাকায় ভারতীয় পণ্যের চোরাচালান প্রতিনিয়তই ঘটছে। স্থানীয়রা মনে করছেন, কঠোর নজরদারি বাড়ানো গেলে সীমান্তপথে অবৈধ পণ্য প্রবাহ অনেকাংশে কমানো সম্ভব হবে।