অভিনেতা সিদ্দিক এবার হত্যা মামলায় গ্রেপ্তার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৯, ২০ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:৪৯, ২০ আগস্ট ২০২৫

রাজধানীতে গত বছরের জুলাই আন্দোলনের সময়কার আরেকটি মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো জনপ্রিয় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে। গুলশান থানার ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় আজ বুধবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার বিরুদ্ধে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন।
মামলার নথি অনুসারে, গত ১৯ জুলাই জুলাই অভ্যুত্থান চলাকালে গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে যোগ দেন পারভেজ বেপারী। জুমার নামাজের পর সংঘর্ষে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পিতা মো. সবুজ গত ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।
এর আগে, চলতি বছরের ১২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সামিউল ইসলাম আদালতে আবেদন করেন সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর জন্য। আজ শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এর মধ্যেই তিনি ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায়ও গ্রেপ্তার ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বেইলি রোড এলাকায় একদল যুবক তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে রমনা থানায় সোপর্দ করে। পরদিন আদালত ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে একাধিক রাজনৈতিক সংবেদনশীল মামলায় সিদ্দিকের নাম আসছে, যা বিনোদন জগতে আলোচনার ঝড় তুলেছে। একজন জনপ্রিয় অভিনেতার বারবার হত্যাচেষ্টা ও হত্যা মামলায় আসামি হিসেবে যুক্ত হওয়া কেবল আইন-শৃঙ্খলার প্রশ্নই নয়, বরং সাংস্কৃতিক অঙ্গনের জন্যও বড় ধাক্কা। আদালতের সিদ্ধান্তে স্পষ্ট, এই মামলার তদন্ত প্রক্রিয়া এখন নতুন মোড় নিয়েছে