জেরি অ্যাডলার : দ্য সপ্রানোস-এর কিংবদন্তি অভিনেতা প্রয়াত
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১০:৩২, ২৫ আগস্ট ২০২৫ | আপডেট: ১৮:৩২, ২৫ আগস্ট ২০২৫

খ্যাতনামা মার্কিন অভিনেতা জেরি অ্যাডলার আর নেই। জনপ্রিয় এইচবিও সিরিজ দ্য সপ্রানোস-এ হারম্যান ‘হেশ’ রাবকিন চরিত্রে অভিনয় করে যিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন, তিনি ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (২৩ আগস্ট) তিনি ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে মারা যান।
ব্রডওয়ে থেকে অভিনয়ের মঞ্চে
অভিনয়ের জগতে দেরিতে এলেও, ব্রডওয়ের আড়ালের দুনিয়ায় অ্যাডলার ছিলেন বহু দশকের উজ্জ্বল নাম। ব্রুকলিনে জন্ম নেওয়া জেরি অ্যাডলার প্রথমে স্টেজ ম্যানেজার, সুপারভাইজার ও পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তাঁর হাত ধরে মঞ্চে জীবন্ত হয়ে উঠেছিল একের পর এক ঐতিহাসিক প্রযোজনা।
১৯৫৬ সালের মাই ফেয়ার লেডি মঞ্চনাটকে ২০ বছর বয়সী জুলি অ্যান্ড্রুজের সঙ্গে কাজ করেছিলেন তিনি। ১৯৬৯ সালের কোকো-তে ছিলেন ক্যাথারিন হেপবার্ন, আর ১৯৭৭ সালের অ্যানি মিউজিক্যাল ও ১৯৮০ সালের ক্যামেলট-এরও দায়িত্বে ছিলেন অ্যাডলার। রিচার্ড বার্টন, অ্যাঞ্জেলা ল্যান্সবুরি থেকে শুরু করে জুলি অ্যান্ড্রুজ—সবাই তাঁর সহকর্মী ছিলেন।
ছোট পর্দায় জয়ের গল্প
ব্রডওয়ের দীর্ঘ ক্যারিয়ারের পর তিনি যখন অবসরের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই শুরু হয় তার অভিনয় যাত্রা। ১৯৯২ সালের দ্য পাবলিক আই চলচ্চিত্রে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর ম্যানহাটন মার্ডার মিস্ট্রি (১৯৯৩) ও গেটিং অ্যাওয়ে উইথ মার্ডার (১৯৯৬)-এও অভিনয় করেন।
কিন্তু তাকে আসল খ্যাতি এনে দেয় দ্য সপ্রানোস। সিরিজে তিনি ছিলেন টনি সপ্রানোর (জেমস গান্ডলফিনি) বাবার পুরনো বন্ধু ও মাফিয়া কনসিলিয়েরে—হারম্যান ‘হেশ’ রাবকিন। দর্শক হৃদয়ে অমর হয়ে আছে তাঁর সেই চরিত্র।
বহুমুখী চরিত্রে টিভি তারকা
দ্য গুড ওয়াইফ ও দ্য গুড ফাইট-এ হাওয়ার্ড লাইম্যান চরিত্রে তিনি ছিলেন বিরক্তিকর আইনজীবী। এফএক্স-এর রেসকিউ মি-তে নিউ ইয়র্ক ফায়ার স্টেশন প্রধান সিডনি ফেইনবার্গ চরিত্রে অভিনয় করেন।
তাছাড়া সিবিএস-এর নর্দার্ন এক্সপোজার-এ রাব্বি অ্যালান শুলম্যান এবং এনবিসির ম্যাড অ্যাবাউট ইউ-তে মি. উইকার চরিত্রে দর্শকপ্রিয়তা পান। একক এপিসোডে কার্ব ইয়োর এনথুজিয়াজম ও দ্য ওয়েস্ট উইং-এও উপস্থিত হয়েছিলেন তিনি।
ক্যারিয়ারের পূর্ণচক্র
অভিনেতা হিসেবেই তিনি ব্রডওয়েতে ফিরে আসেন—২০০০ সালে টলার দ্যান এ ডোয়ার্ফ এবং ২০১৫ সালে ফিশ ইন দ্য ডার্ক-এ অভিনয় করেন। এভাবে তার শিল্পীজীবন যেন পূর্ণ বৃত্তে শেষ হয়।