বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

নিজেকে সিংহ দাবি করে মোদিকে শিয়াল বললেন থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক 

প্রকাশ: ১৬:১৬, ২৪ আগস্ট ২০২৫

নিজেকে সিংহ দাবি করে মোদিকে শিয়াল বললেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার ঝড় তুললেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ে এক মহাসমাবেশে দেওয়া তার বক্তব্যে উঠে এসেছে এমন সব মন্তব্য, যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে তার তীব্র প্রতীকী ভাষণ দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও আলোচনা তৈরি করেছে।


বিজয় তার বক্তৃতায় বলেন—“সিংহ সবসময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই থাকে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যে বিজয় সরাসরি মোদিকে ইঙ্গিত করেছেন। নিজের জনপ্রিয়তা ও নেতৃত্বের আত্মবিশ্বাস তুলে ধরতেই তিনি এই রূপক ব্যবহার করেছেন বলে অনেকেই মনে করছেন।


এছাড়া বিজয় তার দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)–এর অবস্থানও পরিষ্কার করে দেন। তিনি বলেন—
“আমাদের একমাত্র আদর্শিক শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো সুবিধাভোগীদের দল নয়। তাই আমরা কারো সঙ্গে জোট করব না।”

এই ঘোষণা কার্যত তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে টিভিকের সম্ভাবনাকে জোরালো করেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২৬–এ বিজয়ের এই ‘সিংহ গর্জন’ রাজ্য রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে। যদিও এটি তার রাজনৈতিক যাত্রার প্রাথমিক ধাপ, তবু তার আত্মবিশ্বাসী অবস্থান এবং স্পষ্ট বক্তব্য তাকে তামিল রাজনীতিতে দ্রুত প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে।

সময়ই বলে দেবে ২০২৬ সালের নির্বাচনে এই বক্তব্য কতটা প্রভাব ফেলতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট—অভিনেতা থেকে রাজনীতিবিদে রূপান্তরিত হওয়া থালাপতি বিজয় এখন তামিল রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং তার ‘সিংহ বনাম শিয়াল’ মন্তব্য ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: