বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

বিশ্ব সুন্দরী অভিনেত্রীর তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯:০৭, ১৭ আগস্ট ২০২৫

বিশ্ব সুন্দরী অভিনেত্রীর তালিকায় হানিয়া আমির

পাকিস্তানি বিনোদন জগতে এক উজ্জ্বল নাম হানিয়া আমির। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি এবার গর্বের জায়গা করে নিলেন। জনপ্রিয় ডেটাবেস আইএমডিবি প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তিনি জায়গা পেয়েছেন তৃতীয় স্থানে।

সৌন্দর্যের সঙ্গে প্রতিভার স্বীকৃতি
আইএমডিবি-এর এই তালিকা কেবল বাহ্যিক সৌন্দর্যের ভিত্তিতে নয়। এখানে মূল্যায়ন করা হয়েছে অভিনেত্রীদের প্রতিভা, জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর প্রভাবকেও। হানিয়া আমির তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, অভিনয় দক্ষতা ও ভক্তদের সঙ্গে আন্তরিক সম্পর্কের মাধ্যমে এই স্বীকৃতি অর্জন করেছেন।

তালিকার শীর্ষে কারা
তালিকার প্রথম স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস। ‘গিফটেড’, ‘গোস্টবাস্টারস: আফটারলাইফ’ এবং ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর মতো চলচ্চিত্র ও টিভি সিরিজে তার অসাধারণ পারফরম্যান্স তাকে বিশ্বজুড়ে পরিচিত করেছে।
ভারতের তরুণ তারকা কৃতি স্যানন পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন, যা তার জন্য প্রথমবারের মতো এই তালিকায় প্রবেশ। আশ্চর্যের বিষয় হলো, তিনি এ তালিকায় এসেছেন এমা ওয়াটসন ও আনা দে আরমাসের মতো তারকাদের পেছনে ফেলে।
চীনের প্রতিনিধি হিসেবে তালিকায় রয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী দিলরাবা দিলমুরাত। আধুনিক স্টাইল ও ক্যারিশম্যাটিক উপস্থিতির কারণে তিনি আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত।

পাকিস্তানের জন্য গর্ব
হানিয়া আমির বরাবরই উর্দু চলচ্চিত্র ও টেলিভিশনে তার প্রাণবন্ত চরিত্রায়নের জন্য দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ছোট পর্দা থেকে বড় পর্দা—সবখানেই তিনি নিজের স্বকীয়তা প্রমাণ করেছেন। তার সাফল্য পাকিস্তানের অভিনয় জগতকে নতুন মাত্রায় নিয়ে গেছে এবং আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার গৌরব এনে দিয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: