ছেলেসহ হাসপাতালে ভর্তি পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:১৪, ১৭ আগস্ট ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য জ্বরে আক্রান্ত হওয়ায় এবং পরীমণি নিজে শ্বাসকষ্টে ভুগতে থাকায় চিকিৎসকের পরামর্শে তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
রবিবার দুপুরে পরীমণির ঘনিষ্ঠজনরা জানান, শ্বাসকষ্টের কারণে চিকিৎসকেরা তাকে নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার নির্দেশ দেন। আপাতত শ্বাসকষ্ট থেকে মুক্তি মিললেও এখন পরীমণি তীব্র জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে।
অন্যদিকে ছেলে পূণ্যরও জ্বরজনিত সমস্যা থাকায় দুজনকেই একসঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা ওষুধপত্র দিয়ে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন।
আজ বিকেলে ফেসবুকে একটি পোস্টে পরীমণি লিখেছেন—
“এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!”
পোস্টের শেষে তিনি আরও লেখেন, “বিস্তারিত আসছে।”
শারীরিক অসুস্থতার মধ্যেই পরীমণি অভিনয় ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছেন। তিনি খুব শিগগিরই ‘গোলাপ’ ছবির শুটিং শুরু করবেন, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন নিরব। সামছুল হুদা পরিচালিত এ ছবিই নিরব-পরীমণির জুটি বাঁধা প্রথম চলচ্চিত্র।
এর আগে পরীমণি শেষ করেছেন ‘ডোডোর গল্প’ ছবির কাজ, যেখানে তার সহশিল্পী ছিলেন সাইমন সাদিক। প্রায় দুই বছর ধরে ধাপে ধাপে চলা এই ছবির শুটিং অবশেষে সম্পন্ন হয়েছে।
ঢাকাই সিনেমার বহুল আলোচিত নায়িকা হিসেবে পরীমণির ব্যক্তিগত ও পেশাগত জীবন সবসময়ই আলোচনায় থাকে। তবে এবার তিনি এবং তার ছেলে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দ্রুত আরোগ্য কামনা করছেন।