মোবাইল ব্যালেন্স দিয়েই রোমিং প্যাক কেনার সুবিধা আনলো গ্রামীণফোন
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৬:৪৫, ২৪ আগস্ট ২০২৫

দেশে প্রথমবারের মতো মোবাইল ব্যালেন্স ব্যবহার করে আন্তর্জাতিক রোমিং প্যাক কেনার সুবিধা চালু করেছে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর এখন গ্রাহকরা বৈদেশিক মুদ্রা ছাড়াই স্থানীয় মুদ্রায় সহজেই রোমিং প্যাক কিনতে পারবেন।
আগে রোমিং সেবার জন্য আলাদা বৈদেশিক মুদ্রার ব্যবস্থা করতে হতো। কিন্তু এবার থেকে গ্রামীণফোন গ্রাহকরা মাইজিপি অ্যাপ ব্যবহার করে নিজস্ব মোবাইল ব্যালেন্স থেকেই দৈনিক, সাপ্তাহিক ও কম্বো রোমিং প্যাক কিনতে পারবেন। বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণকারীদের জন্য থাকছে ১০ দিনের বিশেষ ট্রাভেল প্যাক।
রোমিং সেবার আওতায় ইনকামিং এসএমএস সম্পূর্ণ ফ্রি থাকবে। তবে সেবা নেওয়ার আগে গ্রাহকদের একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে, যেখানে বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকিটের তথ্য উল্লেখ থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের শর্ত অনুযায়ী, প্রতি ট্রিপে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং বছরে সর্বমোট ৩০ হাজার টাকা পর্যন্ত রোমিং খরচ করা যাবে (সব অপারেটর মিলিয়ে)।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন,
“টেলিকম খাত এবং আমাদের গ্রাহকদের জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আমরা এই উদ্যোগ নিতে পেরেছি। এখন গ্রাহকরা বিশ্বমানের সংযোগ ও সাশ্রয়ী মূল্যে নিজেদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবেন।”
তিনি আরও জানান, বিটিআরসির সহায়তায় এই প্রক্রিয়াটি বাস্তবায়িত হয়েছে। ফলে গ্রাহকদের আর বিদেশে গিয়ে বিদেশি সিম কেনার ঝক্কি পোহাতে হবে না।
প্রতি বছর প্রায় ১ কোটি ৫০ লাখ বাংলাদেশি বিদেশ ভ্রমণ করেন। তাদের অনেকেই ওমরাহ বা কর্মসূত্রে বিদেশে যান। এই নতুন সুবিধার ফলে ভ্রমণের মুহূর্ত থেকেই নিজের নাম্বার দিয়ে কল ও ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হবে। বিশেষ করে ওমরাহ যাত্রীদের জন্য এটি হবে বড় সুবিধা, কারণ তারা সৌদি আরবে গিয়ে গ্রামীণফোন ব্যালেন্স ব্যবহার করেই রোমিং সেবা নিতে পারবেন।
গ্রামীণফোনের এই উদ্যোগকে বিশেষজ্ঞরা দেখছেন একটি গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন হিসেবে, যা বাংলাদেশের টেলিকম খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।