বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

আগামী বছর আসছে প্রথম ওএলইডি ম্যাকবুক প্রো, ডিসপ্লে দেবে স্যামসাং

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ২১:১৮, ২০ আগস্ট ২০২৫

আগামী বছর আসছে প্রথম ওএলইডি ম্যাকবুক প্রো, ডিসপ্লে দেবে স্যামসাং

প্রযুক্তি জগতে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে অ্যাপল। আগামী বছর বাজারে আসতে পারে বিশ্বের প্রথম ওএলইডি ডিসপ্লের ম্যাকবুক প্রো। মডেলটির জন্য একচেটিয়াভাবে ডিসপ্লে সরবরাহ করবে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ডিসপ্লে।

উন্নত ডিসপ্লে প্রযুক্তি
কোরিয়ান সংবাদমাধ্যম ডিলসাইট জানিয়েছে, স্যামসাং ইতোমধ্যে Gen 8.6 OLED উৎপাদন লাইনে বড় বিনিয়োগ করছে। এই প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে—
বড় গ্লাস সাবস্ট্রেট
অক্সাইড TFT ব্যাকপ্লেন
ফলে ডিসপ্লে হবে আরও উজ্জ্বল, ধারালো, উচ্চ কনট্রাস্টসমৃদ্ধ এবং একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী। উৎপাদন খরচও কমবে।

নতুন ডিজাইনের ইঙ্গিত
২০২১ সালের নচ বাদ দিয়ে নতুন মডেলে আনা হতে পারে পিল-শেপ বা হোল-পাঞ্চ কাটআউট। এতে আইফোনের ডায়নামিক আইল্যান্ড–এর মতো ফিচারও দেখা যেতে পারে।

চিপসেট ও লঞ্চ টাইমলাইন
গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়া পূর্বে ২০২৬ সালে ওএলইডি ম্যাকবুক আসবে বলেছিল।
তবে বিশ্লেষকরা বলছেন, প্রথমে এটি আসবে প্রিমিয়াম প্রো সিরিজে, পরে আসবে ম্যাকবুক এয়ারে।
অ্যাপল বিশেষজ্ঞ মার্ক গুরম্যান জানিয়েছেন, এ বছর কোনো ম্যাকে M5 চিপ আসবে না। ফলে সম্ভাবনা রয়েছে, ওএলইডি ম্যাকবুক প্রো আসবে ২০২৭ সালে M6 চিপসহ।
তবে কিছু প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর শুরুর দিকেই M5 ম্যাকবুক প্রো, আর বছরের শেষ নাগাদ M6 চিপযুক্ত ওএলইডি মডেল দেখা যেতে পারে।

ফোল্ডেবল আইফোনও আসছে
আগামী বছরই অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আসতে পারে। এর ডিসপ্লেও তৈরি করবে স্যামসাং। দীর্ঘদিনের প্রযুক্তিগত অভিজ্ঞতার কারণে ফোল্ডেবল ও ওএলইডি ডিসপ্লে উৎপাদনে স্যামসাং অ্যাপলের নির্ভরযোগ্য পার্টনার হয়ে উঠেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: