অপু বিশ্বাস
আমি বিবাহিত, কারও বিশ্বাস-অবিশ্বাসে যায় আসে না
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:২৪, ২৭ আগস্ট ২০২৫

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি শিগগিরই নতুন সিনেমার ঘোষণা দেবেন। ইতোমধ্যে তিনি ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো প্রস্তুতি নিয়েছেন বলে জানালেন সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে। শুধু নতুন সিনেমা নয়, ব্যক্তিজীবন সম্পর্কেও অকপটে কথা বলেছেন তিনি।
শাকিবকে নিয়ে স্মৃতিচারণ করে অপু বলেন, “শাকিব মাঝে মাঝে মটু মটু বলে পঁচাতো, এখন আর বলার সুযোগ নেই। কারণ আমি এখন শুকিয়ে গেছি।”
ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা মত
নিজের সংসার ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার জবাবে অপু দৃঢ়ভাবে বলেন,
“ফেসবুকের মাধ্যমে যদি সংসার প্রমাণ করতে হয়, তাহলে তো বিয়েরই দরকার নেই। আমি বিবাহিত, এখানে কারও বিশ্বাস-অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। আমার সময় নেই কাউকে বোঝাতে যাওয়ার।”
শাকিবের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ
উল্লেখ্য, ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে অপুর বিয়ে হলেও বিষয়টি দীর্ঘদিন গোপন ছিল। ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয় জন্মের পর এই খবর প্রকাশ্যে আসে। তবে এরপর অল্প কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ ঘটে এ তারকা দম্পতির।
বর্তমান সংসার প্রসঙ্গে
বর্তমান সংসার জীবনের প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে অপু বিশ্বাস জানান, পারিবারিক বিষয়গুলো তিনি ব্যক্তিগত রাখতে চান। উদাহরণ টেনে বলেন, “আমার সবচেয়ে প্রিয় নায়ক শাহরুখ খান। তার ব্যক্তিগত জীবনের কতটুকুইবা আপনি জানেন? তিনি যা প্রয়োজন মনে করেছেন, শুধু সেটুকুই জানিয়েছেন। আমারও একই অবস্থান।”
স্পষ্ট বার্তাই দিলেন নায়িকা—তিনি পেশাগতভাবে নতুন চমক নিয়ে আসছেন খুব শিগগিরই, তবে ব্যক্তিজীবনকে রাখতে চান ব্যক্তিগত সীমারেখায়।