বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

পাকিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫১

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৯:১৪, ১৭ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:৫৬, ১৮ আগস্ট ২০২৫

পাকিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫১

পাকিস্তানে টানা ভারি বর্ষণজনিত আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫১ জনে। রবিবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখানে এখন পর্যন্ত ৩২৮ জন নিহত হয়েছেন। গিলগিত-বালতিস্তানে মারা গেছেন ১২ জন এবং পাকিস্তান প্রশাসিত আজাদ জম্মু ও কাশ্মীরে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ প্রবল বন্যা ও ভূমিধস ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অবকাঠামোর ভয়াবহ ক্ষতি করেছে।

এদিকে খাইবার পাখতুনখোয়া সরকার সব বন্যাকবলিত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নয়টি জেলাকে বন্যাকবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে।

প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গাদাপুর শনিবার বুনের জেলার দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং পরে ডেপুটি কমিশনারের কার্যালয়ে বৈঠক করেন। কর্মকর্তারা তাকে জানান, এ পর্যন্ত সাড়ে ৩ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তিনি সব প্রতিষ্ঠানের কাজের প্রশংসা করেন এবং পুনর্বাসন কার্যক্রমে সরকার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) সতর্ক করেছে, আগামী শুক্রবার থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আরও একটি মৌসুমি বর্ষণধারা নামতে পারে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ায় বর্ষা মৌসুমে নিয়মিতভাবেই বন্যা ও ধ্বংসযজ্ঞ ঘটে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে এ বর্ষণ আরও অপ্রত্যাশিত ও তীব্র হয়ে উঠেছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: