বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

রাশিয়ার পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগ

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১১:১১, ২৪ আগস্ট ২০২৫

রাশিয়ার পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগ

 

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুর্স্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় এক দফা অগ্নিকাণ্ডের পর আবারও রাশিয়াইউক্রেন যুদ্ধে পারমাণবিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। রাশিয়ার সরকারি পক্ষ দাবি করেছে, ইউক্রেনীয় একটি ড্রোনকে ভূপাতিত করা হলেও সেটি বিস্ফোরিত হয়ে কেন্দ্রটির একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত করেছে। তবে সেখানে কোনো প্রাণহানি ঘটেনি এবং বিকিরণ মাত্রা স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) দীর্ঘদিন ধরেই উভয় পক্ষকে পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশেচরম সংযমপ্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে।

 

ইউক্রেনে স্বাধীনতা দিবসের উচ্ছ্বাস

অন্যদিকে আজ রবিবার ইউক্রেনে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে মুক্ত হয়ে দেশটি স্বাধীনতার ঘোষণা দেয়। রাজধানী কিয়েভে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি শুরু হয়। শহরের কেন্দ্রস্থলে নিহত সেনাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সম্মান জানায় সাধারণ মানুষ।

 

যুক্তরাজ্য সরকার এই দিনে বিশেষ উদ্যোগ ঘোষণা করেছে। লন্ডনের ডাউনিং স্ট্রিটে ইউক্রেনের পতাকা উত্তোলন করা হবে বলে জানানো হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ঘোষণা করেছেন, ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে অপারেশন ইন্টারফ্লেক্স নামে প্রশিক্ষণ কার্যক্রম ২০২৬ সাল পর্যন্ত চালিয়ে যাবে ব্রিটিশ সেনারা। এই উদ্যোগে ইউক্রেনীয় সেনাদের যুদ্ধকৌশল শেখানো হচ্ছে।

 

পূর্ব ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা

রাশিয়া শনিবার দাবি করেছে, তাদের সেনারা দোনেৎস্ক অঞ্চলের দুটি গ্রাম দখল করেছে। যদিও অগ্রযাত্রা খুবই ধীরগতিতে হচ্ছে এবং জন্য রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন পর্যন্ত রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড।

 

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু করে।

 

কূটনীতি শান্তি আলোচনা

মাসের শুরুতে ১৫ আগস্ট আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হয়। এটি শান্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হলেও এখনো কোনো কার্যকর অগ্রগতি হয়নি। ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে বলেছেন, তিনি হয়তো রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপ করবেন, নতুবা আলোচনার টেবিল থেকে সরে যাবেন।

 

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে শান্তি বৈঠককে ব্যাহত করছে। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, “এজেন্ডা প্রস্তুত নয়”, তাই এখনো জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠকের সময় হয়নি।

 

রাশিয়ার পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগ ইউক্রেনের স্বাধীনতা দিবস একই দিনে সামনে আসায় যুদ্ধক্ষেত্র আবারও নতুন মাত্রা পেল। একদিকে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে মাঠ পর্যায়ের ধীর অথচ রক্তক্ষয়ী অগ্রযাত্রা যুদ্ধটিকে দীর্ঘস্থায়ী করার ইঙ্গিত দিচ্ছে।

পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল আবারও পারমাণবিক স্থাপনা ঘিরে সতর্কতা সংযমের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: