যুদ্ধ শেষ হলেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৯:৪৭, ২৬ আগস্ট ২০২৫

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন বলেছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ হলেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। তাদের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। তিনি সতর্ক করে দেন, কেবল যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যথেষ্ট কারণ হতে পারে না।
সোমবার রাজধানী হেলসিঙ্কিতে আয়োজিত ফিনল্যান্ডের বার্ষিক রাষ্ট্রদূত সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশটির জাতীয় গণমাধ্যম ওয়াইএলই-এর বরাতে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া হতে হবে ধাপে ধাপে এবং কঠোর শর্তের ভিত্তিতে।’
ভালতোনেন ইউরোপীয় ইউনিয়নকে মস্কোর ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ব্লকটি রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তুত করছে। পাশাপাশি ফিনল্যান্ড রুশ আমদানির ওপর শুল্ক আরোপের দাবিও জানাচ্ছে।
তিনি আশ্বস্ত করেন, ইউক্রেনকে সামরিক সহায়তা এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তা দিতে ফিনল্যান্ড সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে। তার মতে, ইউক্রেন একসময় অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য হবে। তবে এর জন্য দেশটিকে দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করতে হবে এবং শাসন সংস্কার বাস্তবায়ন করতে হবে।
ভালতোনেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, যুদ্ধ থামানো জরুরি এবং যুদ্ধবন্দী ও অপহৃত শিশুদের ফেরত আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি আলোচনায় বসেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চান এবং সবকিছু নেওয়ার চেষ্টা করেন, কিন্তু প্রকৃত ছাড় দেওয়ার কোনো ইচ্ছা তার নেই।’
তিনি আরও সতর্ক করেন, রাশিয়া সম্ভাব্য শান্তি আলোচনায় বারবার শর্ত জুড়ে দিচ্ছে যে ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয়। তার মতে, এ ধরনের শর্ত ইউক্রেনের সার্বভৌমত্বকে খর্ব করছে।