মার্শাল আইল্যান্ডসের পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২২:২৫, ২৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:১৯, ২৮ আগস্ট ২০২৫

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডসের পার্লামেন্ট ভবনে (নিটিজেলা) মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের অর্ধেক অংশ আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও অবশিষ্ট অংশও ব্যবহারযোগ্য নয়। পার্লামেন্ট চেম্বার, অফিস, লাইব্রেরি এবং গুরুত্বপূর্ণ আর্কাইভসহ সবকিছু ধ্বংস হয়ে গেছে, যা দেশের প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলবে।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুনের সূত্রপাত হলে তৎক্ষণাৎ তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ভবনের কাঠামোগত ক্ষতি এতটাই গুরুতর যে, ভবনটি আর ব্যবহার করা সম্ভব নয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের কার্যক্রম চলমান থাকায় বিকল্প স্থানে অধিবেশন করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও পার্লামেন্টের কর্মকর্তারা জরুরি পরিকল্পনা নিচ্ছেন।
মার্শাল আইল্যান্ডসে প্রায় ৪২ হাজার মানুষ বসবাস করে, যার অর্ধেক রাজধানী মাজুরোতে থাকে। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ফ্রি অ্যাসোসিয়েশন চুক্তির অধীনে আছে, যেখানে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহায়তা প্রদান করে এবং বিভিন্ন সুবিধা লাভ করে।
এছাড়া দেশটি তাইওয়ানকেও কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে। এ ঘটনায় তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং মার্শাল আইল্যান্ডসের সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখব এবং প্রয়োজনীয় সহায়তা সময়মতো প্রদান করব।’
মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিল্ডা হেইনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।