রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২৩:২২, ২৩ আগস্ট ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তিনি। এই সময়ের মধ্যে যদি সমাধানের অগ্রগতি দেখা না যায়, তবে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপ হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউক্রেনে কার্যরত একটি মার্কিন কারখানা রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্প বলেন, ‘আমি এতে খুশি নই, ওই যুদ্ধের কোনো দিক নিয়েই আমি খুশি নই। আগামী দুই সপ্তাহে বোঝা যাবে কোন পথে বিষয়টি এগোবে। আর আমি চাই, এতে আমি খুশি হতে পারি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি সিদ্ধান্ত নেব কী করা হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হবে। হয় বড় ধরনের নিষেধাজ্ঞা বা বড় ধরনের শুল্ক আরোপ করা হবে অথবা উভয়ই। কিংবা কিছুই করা হবে না, শুধু বলা হবে এটা তোমাদের যুদ্ধ।’
সম্প্রতি রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানে মধ্যস্থতার চেষ্টা করছেন ট্রাম্প। ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পুতিনের মধ্যে বৈঠকের প্রস্তুতির কথাও ঘোষণা করেছেন।
এর আগে শুক্রবার ওয়াশিংটনের দ্য পিপলস হাউস জাদুঘর পরিদর্শনকালে ট্রাম্প বলেন, ‘আমরা দেখতে চাই পুতিন ও জেলেনস্কি একসঙ্গে কাজ করতে পারেন কি না। যদিও তাদের সম্পর্কটা অনেকটা তেল আর বেগুনের মতো, স্বাভাবিক কারণে তারা একে অপরকে পছন্দ করেন না। তবে আমরা অপেক্ষা করব।’