নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত ২৭
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৯:৩৪, ২০ আগস্ট ২০২৫ | আপডেট: ২৩:২৪, ২৩ আগস্ট ২০২৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালে মসজিদে একদল বন্ধুকধারী ভয়াবহ হামলা চালিয়েছে। এতে অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
ঘটনাটি ঘটেছে মালুমফাশি এলাকার দূরবর্তী উঙ্গুয়ান মানতাউ গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজরত অবস্থায় মুসল্লিদের লক্ষ্য করে হঠাৎ গুলি ছোড়ে হামলাকারীরা।
হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে দেশটির উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে এ ধরনের সহিংসতা নতুন নয়। দীর্ঘদিন ধরে জমি ও পানির সীমিত প্রবেশাধিকারের কারণে স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘাত চলমান। এর আগে গত জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।
কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানান, নতুন করে সহিংসতা এড়াতে সেনা ও পুলিশ সদস্যদের উঙ্গুয়ান মানতাউ এলাকায় মোতায়েন করা হয়েছে।