২৭ আগস্ট
মৃত্যু দিবসে স্মরণীয় ব্যক্তিরা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১২:৪৭, ২৭ আগস্ট ২০২৫

আজকের দিনে ইতিহাসে বহু খ্যাতনামা ব্যক্তিত্ব আমাদের ছেড়ে গেছেন। তাঁদের কর্ম ও অবদান বিশ্বকে আজও অনুপ্রাণিত করে চলেছে।
আর্নেস্ট লরেন্স (মৃত্যু: ১৯৫৮)
আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ আর্নেস্ট লরেন্স ছিলেন সাইক্লোট্রনের আবিষ্কারক। পারমাণবিক বিজ্ঞানে তাঁর আবিষ্কার আধুনিক পদার্থবিজ্ঞানকে নতুন দিগন্তে নিয়ে যায়। ১৯৩৯ সালে তিনি নোবেল পুরস্কার অর্জন করেন।
ডব্লিউ. ই. বি. ডিউ বয়স (মৃত্যু: ১৯৬৩)
আমেরিকার বিশিষ্ট সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও নাগরিক অধিকার আন্দোলনের পুরোধা। কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম মার্কিন সমাজে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। তাঁর লেখা ও তাত্ত্বিক বিশ্লেষণ আজও সমানভাবে প্রাসঙ্গিক।
ল্য করব্যুজিয়ে (মৃত্যু: ১৯৬৫)
সুইস-ফরাসি স্থপতি ও নগর পরিকল্পনাবিদ। আধুনিক স্থাপত্যকলায় তিনি ছিলেন বিশ্বমানের পথিকৃৎ। তাঁর নকশা ও নগরায়ন ধারণা আজও শহর পরিকল্পনায় প্রভাব বিস্তার করছে।
হাইল স্যালেসি (মৃত্যু: ১৯৭৫)
ইথিওপিয়ার সম্রাট হাইল স্যালেসি আফ্রিকার স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রতীক ছিলেন। আফ্রিকান ইউনিটি অর্গানাইজেশনের জন্মে তাঁর ভূমিকা অমর হয়ে আছে। রাস্তাফারিয়ান আন্দোলন তাঁকে আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে মান্য করে।
মুকেশ (মৃত্যু: ১৯৭৬)
ভারতীয় হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি গায়ক মুকেশ চন্দ মাথুর তাঁর মধুর কণ্ঠে অগণিত ভক্তের হৃদয় জয় করেছিলেন। “দিল জোতা হ্যায় দিওয়ানার” বা “কভি কভি মেরে দিল মে” প্রজন্মের পর প্রজন্মকে আবেগে ভাসিয়েছে।
লর্ড লুই মাউন্টব্যাটেন (হত্যা: ১৯৭৯)
ব্রিটিশ নৌবাহিনীর অফিসার ও ভারতের শেষ ভাইসরয়। ভারতের স্বাধীনতা ও দেশভাগের সঙ্গে তাঁর নাম ইতিহাসে জড়িয়ে আছে। ১৯৭৯ সালে আইআরএ-র বোমা হামলায় নিহত হন।
শ্রী আনন্দময়ী মা (মৃত্যু: ১৯৮২)
ভারতের বাঙালি হিন্দু আধ্যাত্মিক সাধিকা। ভক্তরা তাঁকে দেবীস্বরূপ মনে করতেন। তাঁর জীবনদর্শন ও আধ্যাত্মিক শিক্ষা ভারতবর্ষ ও বাইরের অসংখ্য মানুষের মনে আজও আলো ছড়ায়।
তপোবিজয় ঘোষ (মৃত্যু: ১৯৯০)
বাংলার বিশিষ্ট সাহিত্যিক তপোবিজয় ঘোষ ছোটগল্প ও প্রবন্ধের মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর লেখায় গ্রামীণ জীবনের টানটান বাস্তবতা উঠে এসেছে।
হৃষিকেশ মুখার্জী (মৃত্যু: ২০০৬)
হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক। আনন্দ, চুপকে চুপকে, আবিমানসহ অসংখ্য কালজয়ী ছবি বানিয়ে তিনি দর্শক হৃদয়ে অমর হয়ে আছেন। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান অতুলনীয়।
নিমু ভৌমিক (মৃত্যু: ২০১৯)
ভারতীয় বাঙালি অভিনেতা ও রাজনীতিবিদ। বাংলা চলচ্চিত্রে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগৎ হারায় এক প্রভাবশালী চরিত্রাভিনেতাকে।