বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

২৬ আগস্ট

জন্মদিনে যাদের মনে রাখি

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১২:২১, ২৬ আগস্ট ২০২৫

জন্মদিনে যাদের মনে রাখি

আজ ২৬ আগস্ট। ইতিহাসের পাতায় আজকের দিনে জন্মগ্রহণ করেছেন নানা খ্যাতিমান ব্যক্তিত্ব, যাঁদের কর্ম ও অবদান মানবসভ্যতাকে সমৃদ্ধ করেছে। তাঁদের স্মরণ করা মানে কেবল তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা নেওয়া।

? রবার্ট ওয়ালপোল (১৬৭৬ – ১৭৪৫)

ব্রিটিশ রাজনীতির ইতিহাসে রবার্ট ওয়ালপোলকে ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করা হয়। তাঁর সময়েই সাংবিধানিক রাজতন্ত্রের ভিত্তি সুসংহত হয়। দক্ষতা ও কূটনৈতিক বিচক্ষণতায় তিনি আধুনিক ব্রিটিশ পার্লামেন্টারি ব্যবস্থার পথপ্রদর্শক হয়ে ওঠেন।

? অঁতোয়ান লাভোয়াজিয়ে (১৭৪৩ – ১৭৯৪)

‘আধুনিক রসায়নের জনক’ নামে খ্যাত লাভোয়াজিয়ে অক্সিজেনের ধারণা দিয়ে বিজ্ঞানকে এক নতুন মাত্রায় নিয়ে যান। দহন প্রক্রিয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা, উপাদানের ভর-সংরক্ষণ সূত্র প্রণয়ন এবং রাসায়নিক নামকরণের আধুনিক ধারা তাঁর অবদান। বিপ্লবী ফ্রান্সে রাজনৈতিক কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও তাঁর গবেষণা আজও অম্লান।

? দীনেন্দ্রকুমার রায় (১৮৬৯ – ১৯৪৩)

বাংলা সাহিত্যে রহস্যকাহিনীর অন্যতম পথিকৃৎ দীনেন্দ্রকুমার রায় ছিলেন একাধারে লেখক, সম্পাদক ও সাহিত্য-সংগঠক। তাঁর সম্পাদনায় প্রকাশিত ভারতী পত্রিকা বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা করে। রহস্য ও গোয়েন্দা সাহিত্যকে জনপ্রিয় করে তোলার কৃতিত্বও তার।

? গিইয়োম আপলিনের (১৮৮০ – ১৯১৮)

ফরাসি সাহিত্যের অবিস্মরণীয় কবি গিইয়োম আপলিনের ‘সাররিয়ালিজম’-এর পথপ্রদর্শক। তাঁর কাব্যে আধুনিক যুদ্ধ, প্রেম ও মানবজীবনের দ্বন্দ্ব অনন্য শিল্পরূপ পেয়েছে। তিনি ছিলেন একাধারে কবি, সমালোচক ও নাট্যকার।

? জেমস ফ্রাংক (১৮৮২ – ১৯৬৪)

জার্মান পদার্থবিদ জেমস ফ্রাংক নোবেলজয়ী গবেষক। ‘ফ্রাংক–হার্টজ পরীক্ষা’ ইলেকট্রনের শক্তি-স্তর বিষয়ক আধুনিক কোয়ান্টাম তত্ত্বে বিপ্লব এনেছিল। পরবর্তীতে তিনি আমেরিকায় চলে গিয়ে বিজ্ঞানের প্রসারে কাজ করেন।


? মাদার তেরেসা (১৯১০ – ১৯৯৭)

ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী মাদার তেরেসা বিশ্বজুড়ে পরিচিত মানবতার প্রতীক হিসেবে। কলকাতায় প্রতিষ্ঠিত তাঁর সংগঠন মিশনারিজ অব চ্যারিটি দরিদ্র ও অসহায় মানুষদের সেবায় নিয়োজিত ছিল। ১৯৭৯ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। তাঁর জীবন ছিল নিঃস্বার্থ মানবসেবার দৃষ্টান্ত।


? হুলিও কোর্তাজার (১৯১৪ – ১৯৮৪)

আর্জেন্টিনার খ্যাতিমান ঔপন্যাসিক ও ছোটগল্পকার হুলিও কোর্তাজার লাতিন আমেরিকান সাহিত্যের জাদুবাস্তবতার অন্যতম নির্মাতা। তাঁর সৃষ্ট উপন্যাস Hopscotch আধুনিক সাহিত্যের পরীক্ষামূলক রূপকল্প।

? ভানু বন্দ্যোপাধ্যায় (১৯২০ – ১৯৮৩)

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় তাঁর হাস্যরসাত্মক অভিনয়ে বাংলার সমাজ–সংস্কৃতিকে অনন্যভাবে তুলে ধরেছেন। তাঁর সংলাপ ও অভিনয়ের ভঙ্গি আজও বাঙালির বিনোদনের ভান্ডারে অমূল্য সম্পদ।

? এডওয়ার্ড উইটেন (১৯৫১ – )

আধুনিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অন্যতম শ্রেষ্ঠ মনীষী এডওয়ার্ড উইটেন। স্ট্রিং থিওরির বিকাশে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। গণিতে অসামান্য অবদানের জন্য তিনি বিরল মর্যাদাপূর্ণ ফিল্ডস পদক অর্জন করেন।


? মেলিসা ম্যাকার্থি (১৯৭০ – )

আমেরিকার জনপ্রিয় অভিনেত্রী ও কৌতুকশিল্পী মেলিসা ম্যাকার্থি তাঁর অসাধারণ কমেডি অভিনয়ের জন্য খ্যাত। হলিউডে নারী কৌতুকাভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছেন।


? ম্যাকোলে কুলকিন (১৯৮০ – )

শৈশব তারকা ম্যাকোলে কুলকিনকে বিশ্ব চেনে হোম অ্যালোন ছবির কেভিন চরিত্রে। অল্প বয়সেই জনপ্রিয়তার শীর্ষে উঠলেও পরবর্তীকালে তাঁর জীবন নানা উত্থান–পতনের সাক্ষী।

? লার্স স্টিন্ডল (১৯৮৮ – )

জার্মান ফুটবল তারকা লার্স স্টিন্ডল জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রেখেছেন। বুন্দেসলিগায় তাঁর পারফরম্যান্স সমর্থকদের কাছে স্মরণীয়।


? আহমেদ দীপ্ত (১৯৯৩ – )

বাংলাদেশি তরুণ সাংবাদিক আহমেদ দীপ্ত ডেইলি স্টার-এর প্রতিবেদক হিসেবে পরিচিত। শিশু অধিকার বিষয়ে তাঁর কাজের জন্য ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন। নবীন প্রজন্মের সাংবাদিকদের জন্য তিনি অনুপ্রেরণার নাম।

২৬ আগস্টে জন্ম নেওয়া এই ব্যক্তিত্বরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে রেখেছেন অমোচনীয় স্বাক্ষর—কেউ বিজ্ঞান ও দর্শনে, কেউ সাহিত্য ও শিল্পে, কেউ বা মানবসেবায়। তাঁদের জীবনের আলো আজও আমাদের পথ দেখায়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: