ইতিহাসের পাতা থেকে – ১৬ আগস্ট
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৪:২৭, ১৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:২৮, ১৬ আগস্ট ২০২৫

১৬ আগস্ট—ইতিহাসের পাতায় অনন্য এক দিন। এই দিনে বিশ্বজুড়ে সংঘটিত হয়েছে বহু তাৎপর্যপূর্ণ ঘটনা, যা মানবসভ্যতার রাজনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক অগ্রযাত্রায় রেখেছে গভীর ছাপ। জব চার্নকের সঙ্গে মোগল শাসকদের ঐতিহাসিক চুক্তি থেকে শুরু করে বলিভিয়ার প্রজাতন্ত্র ঘোষণা, কার্ল মার্কসের ‘ক্যাপিটাল’ সম্পন্ন হওয়া, কলকাতার দাঙ্গা কিংবা সাইপ্রাসের স্বাধীনতা—সবকটি ঘটনাই বহন করে সমৃদ্ধ ঐতিহ্যের সাক্ষ্য। একই সঙ্গে ১৯৭২ ও ১৯৭৫ সালে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে উগান্ডা, সৌদি আরব ও সুদানের স্বীকৃতি পায়, যা কূটনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে। এছাড়া ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে রেবেকা অ্যাডলিংটনের বিশ্ব রেকর্ড গড়ার ঘটনাও এই দিনের গৌরবময় তালিকায় যুক্ত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, ১৬ আগস্টের ইতিহাসে আর কী কী ঘটেছিল।
১৬৮৭ – মোগল শাসনকর্তাদের সঙ্গে জব চার্নকের একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ইংরেজরা সূতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে, যা পরবর্তীতে কলকাতার নগর বিকাশের ভিত্তি গড়ে দেয়।
১৮২৫ – দক্ষিণ আমেরিকার স্বাধীনতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন—বলিভিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণার মাধ্যমে সিমন বলিভারের নেতৃত্বে স্পেনীয় ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।
১৮৪৩ – ব্রাহ্মধর্মের প্রচার ও তত্ত্ববোধিনী সভার সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এটি বাংলা ভাষার সামাজিক ও বৌদ্ধিক জাগরণে অনন্য ভূমিকা রাখে।
১৮৫৮ – রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফ বার্তা পাঠান। এই যোগাযোগ ছিল আন্তঃমহাদেশীয় টেলিগ্রাফ ব্যবস্থার এক ঐতিহাসিক নিদর্শন।
১৮৬৭ – রাজনৈতিক অর্থনীতির ইতিহাসে এক মাইলফলক—কার্ল মার্কস তাঁর বিখ্যাত গ্রন্থ ‘ক্যাপিটাল’-এর প্রথম খণ্ড লেখা শেষ করেন, যা পরবর্তীতে বিশ্ব রাজনীতির ধারাকে গভীরভাবে প্রভাবিত করে।
১৮৭৩ – কলকাতার বিডন স্ট্রিটে শরৎচন্দ্র ঘোষের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল থিয়েটার। এটি আধুনিক বাংলা নাটকের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৮৯৮ – এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট লাভ করেন, যা বিনোদন জগতের যান্ত্রিক উদ্ভাবনে নতুন মাত্রা যোগ করে।
১৯০৪ – যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরের বিখ্যাত গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন নির্মাণকাজ শুরু হয়, যা পরবর্তীতে বিশ্বের অন্যতম ব্যস্ততম রেলস্টেশনে পরিণত হয়।
১৯৪৬ – মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন ডে পালন উপলক্ষে শুরু হয় কলকাতা দাঙ্গা। এই দাঙ্গা ছিল ভারতের স্বাধীনতা-পূর্ব ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী সাম্প্রদায়িক সংঘাত।
১৯৬০ – ভূমধ্যসাগরের সাইপ্রাস দ্বীপ স্বাধীনতা লাভ করে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার পর দেশটি কমনওয়েলথে অন্তর্ভুক্ত হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান মজবুত করার ক্ষেত্রে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
১৯৭৫ – সৌদি আরব ও সুদান কর্তৃক বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান, যা মধ্যপ্রাচ্যে বাংলাদেশের স্বীকৃতির পরিসর বাড়ায়।
২০০৮ – বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত। যুক্তরাজ্যের রেবেকা অ্যাডলিংটন মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে হিটে করা নিজের রেকর্ড ভেঙে ৮:১৪.১০ মিনিট সময়ে নতুন অলিম্পিক ও বিশ্ব রেকর্ড গড়েন।