সীমানা শুনানিতে বিএনপি-এনসিপি সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪০, ২৪ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:৪১, ২৪ আগস্ট ২০২৫

সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি ও আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের উপস্থিতিতে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়। তবে শুনানির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নিয়ে শুনানি চলাকালে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারী এবং এনসিপি (ন্যাশনাল কমিউনিস্ট পার্টি) নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি ও মারামারি শুরু হয়।
এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের অন্তত তিনজন নেতা-কর্মী এ ঘটনায় আহত হয়েছেন। আহতরা হলেন—প্রকৌশলী আমিনুল হক চৌধুরী,মুস্তফা সুমন,আতাউল্লাহ।
প্রকৌশলী আমিনুল হক চৌধুরী বলেন,“রুমিন ফারহানার লোকজন আমাদের আক্রমণ করেছেন। আমরা কেবল দাবি নিয়ে শুনানিতে উপস্থিত হয়েছিলাম। অথচ প্রধান নির্বাচন কমিশনারের সামনেই আমাদের মারধর করা হয়েছে।”
অন্যদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ অস্বীকার করে জানান,
“প্রথমে তারাই আমাদের ধাক্কা দেয়। আমার অনুসারীরা তখন বসে থাকেনি, পাল্টা প্রতিবাদ করেছে। তবে তারা এনসিপি ছিল নাকি অন্য কোনো গোষ্ঠীর লোক— সেটি নিশ্চিত নই।”
সংঘর্ষ ঠেকাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ চেষ্টা করলেও দুই গ্রুপের হাতাহাতি থামাতে পারেননি। ফলে এক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
এই ঘটনায় নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণ শুনানি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটে। পর্যবেক্ষক মহল বলছে, ইসির ভেতরে প্রকাশ্য রাজনৈতিক সংঘর্ষ কমিশনের নিরপেক্ষতা ও কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।