একটি চুক্তি ও চার সমঝোতা স্মারক সই
বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:২৯, ২৪ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:৪৯, ২৪ আগস্ট ২০২৫

প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। রবিবার (২৪ আগস্ট ২০২৫) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এর নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের মূল আলোচ্য বিষয়সমূহ
বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়সহ বহুমুখী সহযোগিতার প্রসঙ্গ উঠে আসে। বিশেষভাবে আলোচনায় এসেছে—
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি: রপ্তানি পণ্যের সহজ প্রবাহ, যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের সুযোগ।
লোকজনের চলাচল সহজীকরণ: ভিসা নীতি সহজ করা ও সংযুক্তির ক্ষেত্রে নতুন পদক্ষেপ।
কৃষি ও খাদ্য নিরাপত্তা: কৃষি গবেষণা, বীজ উন্নয়ন ও কৃষিপণ্য বিনিময়ে সহযোগিতা।
সংস্কৃতি ও শিক্ষা: একাডেমিক বিনিময়, শিক্ষার্থী বৃত্তি ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি।
স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক
বৈঠকের ফলস্বরূপ—
১. একটি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সই হয়েছে।
২. . পাশাপাশি চারটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে, যার মধ্যে ভিসা সহযোগিতা, কৃষি খাতে যৌথ গবেষণা, তথ্য ও সাংস্কৃতিক বিনিময় এবং বিদেশে কূটনৈতিক প্রশিক্ষণ বিনিময় অন্তর্ভুক্ত।
দুই দেশের সম্পর্ক অতীতে নানা অচলাবস্থার মুখোমুখি হলেও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে নতুন আস্থা গড়ে উঠছে। এই বৈঠককে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ সহযোগিতা আঞ্চলিক অর্থনীতি ও রাজনৈতিক সমন্বয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।