বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

বিজিবি-বিএসএফ শীর্ষ সম্মেলন শুরু : সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে জোরালো দাবি তুলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১১:৩৯, ২৬ আগস্ট ২০২৫

বিজিবি-বিএসএফ শীর্ষ সম্মেলন শুরু : সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে জোরালো দাবি তুলবে বাংলাদেশ

ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে মঙ্গলবার (২৫ আগস্ট) শুরু হয়েছে চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন। সম্মেলন চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।

ভারতীয় প্রতিনিধি দলের আগমন

সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে নয় সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সোমবার বিকেলে ঢাকায় পৌঁছায়। প্রতিনিধি দলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় প্রতিনিধিদের অভ্যর্থনা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজিবি সূত্রে জানা গেছে, সম্মেলনে বাংলাদেশ পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে জোরালো দাবি তুলবে। এছাড়াও আলোচনায় আসবে—

অবৈধ অনুপ্রবেশ রোধ

ভারত থেকে মাদক, অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন চোরাচালান দমন
সীমান্ত নদীর তীর সংরক্ষণ ও পানির ন্যায্য হিস্যা আদায়
সীমান্তে ১৫০ গজের মধ্যে অননুমোদিত অবকাঠামো নির্মাণ প্রতিরোধ
সীমান্ত এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয়
সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ পদক্ষেপ

সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণা থেকে সৃষ্ট উত্তেজনা প্রশমনের উদ্যোগ

দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব

সম্মেলনে শুধু সীমান্ত নিরাপত্তা নয়, বরং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সীমান্ত সংশ্লিষ্ট নানা ইস্যুতেও আলোচনা হবে। বাংলাদেশ চায় সীমান্তে শান্তি ও আস্থা, আর ভারতও যৌথভাবে সমস্যা সমাধানের ব্যাপারে আগ্রহী বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশের প্রত্যাশা, এই বৈঠক সীমান্ত হত্যা বন্ধে কার্যকর সিদ্ধান্ত ও চুক্তি এনে দেবে। অন্যদিকে ভারত চায় সীমান্তকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় এনে সহযোগিতা আরও শক্তিশালী করতে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: