ছেলের বাগদান নিয়ে অবশেষে মুখ খুললেন শচীন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:৫৫, ২৭ আগস্ট ২০২৫

অবশেষে ছেলের বাগদান নিয়ে সরাসরি মুখ খুললেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার। অর্জুন টেন্ডুলকার ও সানিয়া চন্দোকের বাগদান নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা চললেও এবার সেটি নিশ্চিত করলেন শচীন নিজেই।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজিত এক ‘আস্ক মি এনিথিং’ সেশন-এ ভক্তরা তাকে নানা প্রশ্ন ছুঁড়ে দেন। সেখানেই একজন জানতে চান—“অর্জুন ও সানিয়ার বাগদান কি সত্যি?” জবাবে শচীন খোলামেলাভাবেই বলেন,
“হ্যাঁ, ওর বাগদান হয়েছে। ওর ভবিষ্যৎ জীবনের কথা ভেবে আমরা সবাই খুবই রোমাঞ্চিত।”
এই সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট উত্তরেই গুঞ্জনের অবসান ঘটে।
ভক্তদের সঙ্গে প্রাণবন্ত আলাপ
সেশনটিতে শচীন কখনও রসিকতা, কখনও স্মৃতিচারণে ভক্তদের মাতিয়ে রাখেন। এক ভক্ত মজার ছলে জানতে চান, আসলেই কি তিনি নিজে উত্তর দিচ্ছেন? জবাবে শচীন হেসে বলেন, “এবার কি আধার কার্ড পাঠাব?”—সঙ্গে নিজের হাতে লেখা উত্তর প্রদানের ছবি পোস্ট করেন তিনি।
ক্রিকেট প্রসঙ্গেও খোলামেলা শচীন
ক্রিকেট নিয়ে প্রশ্নও ছিল ভক্তদের আগ্রহের কেন্দ্রে। নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস হিসেবে শচীন বেছে নেন ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ইনিংসটি। এছাড়া ২০১১ বিশ্বকাপ ফাইনালে ধোনিকে প্রমোশন দিয়ে উপরে ব্যাট করতে পাঠানো নিয়ে তিনি বলেন—
বাঁ-ডান ব্যাটসম্যানের সমন্বয়ে প্রতিপক্ষ স্পিন আক্রমণকে সহজে সামলানো যায়।
আরেকটি বড় কারণ ছিল, ধোনি তখন মুরলিধরনের বল ভালো বুঝতেন।
মানবিক ও হাস্যরসাত্মক দিকের ঝলক
একদিকে ছেলের বাগদান নিয়ে সুখবর, অন্যদিকে নিজের অভিজ্ঞতা ও হাস্যরস মেশানো গল্প—সব মিলিয়ে শচীনের এই সেশনে ভক্তরা আবারও দেখলেন ‘ক্রিকেট ঈশ্বরের’ মানবিক ও প্রাণবন্ত দিক।