বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

এমবাপ্পের গোলে রিয়ালের নতুন মৌসুমের জয়যাত্রা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬:০৩, ২০ আগস্ট ২০২৫

এমবাপ্পের গোলে রিয়ালের নতুন মৌসুমের জয়যাত্রা

লা লিগার নতুন মৌসুমের শুরুতেই আগুনে ছন্দে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বুধবার (২০ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের উদ্বোধনী ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করে দলকে জয় এনে দেন ফরাসি সুপারস্টার। একইসঙ্গে অল হোয়াইটদের নতুন কোচ শাবি আলোনসোও পেলেন লা লিগায় জয়ের মধ্য দিয়ে অভিষেকের স্বাদ।

পুরো ম্যাচে বল দখলে ছিল স্বাগতিকদের প্রাধান্য। ৭১ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখে রিয়াল শট নিয়েছিল ১৮টি, এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে অতিথি ওসাসুনা স্রেফ দুইটি শট নিলেও কোনোটিই লক্ষ্যে ছিল না। শুরু থেকেই রক্ষণের কৌশল নিয়ে খেলতে থাকা সফরকারীরা বারবার গোলরক্ষক সার্জিও হেরেরার সেভের ওপর ভরসা করলেও শেষ পর্যন্ত এমবাপ্পের সামনে টিকতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের গতি পাল্টে যায়। ৫০তম মিনিটে ডি-বক্সে ঢুকে পড়া এমবাপ্পেকে ফেলে দেন ডিফেন্ডার হুয়ান ক্রুজ। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরের মিনিটেই ঠাণ্ডা মাথায় স্পটকিক থেকে বল জালে পাঠান ফরাসি তারকা। এ নিয়ে টানা ১৭ লা লিগা ম্যাচে গোল করার কীর্তি গড়লেন ২৬ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।


পিএসজির কাছে ক্লাব বিশ্বকাপে ৪-০ গোলে হারের পর থেকে আলোনসো দলে বেশ কিছু পরিবর্তন আনেন। জুড বেলিংহ্যাম, কামাভিঙ্গা ও এনড্রিক ছিলেন ইনজুরিতে; নিষেধাজ্ঞায় খেলতে পারেননি রুডিগার। তবে হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফিরলেন এদের মিলিতাও। লিগে অভিষেক হলো তরুণ ডিন হাউসেন ও আলভারো কারেরাসের।

৮৪তম মিনিটে অল্পের জন্য সমতাসূচক গোল হাতছাড়া করে ওসাসুনা। আন্তে বুদিমিরের হেড গন্সালো গার্সিয়ার মাথায় লেগে ক্রসবারের ওপর দিয়ে চলে যায়, যদিও রেফারি কর্নার দেননি। যোগ করা সময়ে ওসাসুনার আবেল ব্রেতোনেস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
এ জয়ে টানা ১৭ মৌসুমে লা লিগার প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল রিয়াল মাদ্রিদ (১২ জয়, ৫ ড্র)। ম্যাচশেষে কোচ শাবি আলোনসো বলেন,“প্রথম বছর দুর্দান্ত কিছু করার পরও কিলিয়ান আরও চায়। প্রতিদিন তার যে ক্ষুধা দেখি, তাতে বোঝা যায় কেন সে অনন্য।”

এমবাপ্পের গোলেই রিয়ালের জয়যাত্রা শুরু হলো, আর নতুন কোচ আলোনসো পেলেন স্বপ্নময় সূচনা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: