চোট কাটিয়ে ফিরেই মায়ামিকে জেতালেন মেসি
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৭:৩৬, ১৭ আগস্ট ২০২৫

ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন কেন তিনি এখনও বিশ্বসেরা। টানা ১৫ দিনের ইনজুরির বিরতি কাটিয়ে মাঠে ফিরে গোল ও অ্যাসিস্ট করে দলকে জয় এনে দিলেন তিনি।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত
বাংলাদেশ সময় রবিবার সকালে মেজর লিগ সকারে (এমএলএস) লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারায় মায়ামি। চেজ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন মেসি। তখনো খেলা ১-১ সমতায় আটকে ছিল।
৮৪ মিনিটে স্বভাবসুলভ ড্রিবলিংয়ের পর বাঁ-পায়ের শটে গোল করে দলকে ২-১ এ এগিয়ে দেন মেসি। মাত্র পাঁচ মিনিট পর সতীর্থ রদ্রিগো ডি পলের পাস গোড়ালির ছোঁয়ায় এগিয়ে দেন লুইস সুয়ারেজকে, আর তিনি সহজেই বল জালে জড়ান। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সরাসরি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মেসি।
পরিসংখ্যান ও রেকর্ড
চলতি এমএলএস মৌসুমে মেসি ১৯ গোল ও ১১ অ্যাসিস্টে সরাসরি ৩০ গোলে অবদান রেখেছেন।
গোল্ডেন বুট দৌড়ে এগিয়ে গেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।
বেঞ্চ থেকে নেমে শেষ চার ম্যাচেই গোল করার অনন্য কৃতিত্ব গড়েছেন তিনি।
বার্সেলোনা সংযোগ
এই ম্যাচে মায়ামির তিনটি গোলই এসেছে সাবেক বার্সেলোনা তারকাদের পা থেকে।
৪৩ মিনিটে সার্জিও বুসকেটসের নিখুঁত পাসে গোল করেন জর্দি আলবা।,শেষদিকে মেসি ও সুয়ারেজের যুগলবন্দি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
লিগ টেবিল ও আগামীর লড়াই
এই জয়ের ফলে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে উঠেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে মাত্র ৬ পয়েন্টে পিছিয়ে আছে তারা, তবে হাতে রয়েছে আরও ৩ ম্যাচ।
আগামী ২১ আগস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগার্স উয়ানলের মুখোমুখি হবে মায়ামি। সেখানে দলের ভরসা আবারও হবেন চোট থেকে ফেরা লিওনেল মেসি।