বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

 ‘আমরা দুর্নীতিবাজদের দেশছাড়া করব’ – হুঁশিয়ারি মার্শালের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫:৪৭, ২০ আগস্ট ২০২৫

 ‘আমরা দুর্নীতিবাজদের দেশছাড়া করব’ – হুঁশিয়ারি মার্শালের

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুর্নীতির ভয়াবহতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিপিএলকে ঘিরে ফিক্সিংয়ের অভিযোগ বারবার সামনে আসছে। ঠিক এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিল আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে।

সোমবার রাতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের এই দুর্নীতি দমন বিশেষজ্ঞ। এক বছরের চুক্তিতে তিনি বিসিবির দুর্নীতি দমন ইউনিটে পরামর্শক হিসেবে কাজ করবেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি বসেন বিসিবির মানবসম্পদ পুনর্গঠনের জন্য নিযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে। পরে বোর্ড পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন এবং নিজের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্শাল দুর্নীতিবাজদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি ছুড়ে দেন। তিনি বলেন—

“আমরা একটি নৈতিকতা বিভাগ তৈরি করব, যারা খেলোয়াড়দের সচেতন করবে। তারা যেন বুঝতে পারে দুর্নীতির ক্ষতি কতটা ভয়ঙ্কর। দলের ভেতরে নিরাপত্তা বাড়ানো হবে, যাতে দুর্নীতিবাজরা কোনোভাবেই ছাড় না পায়। আমরা তাদের বাংলাদেশে চাই না, তাদের দেশছাড়া করব।”

সাত বছর আইসিসির দুর্নীতি দমন বিভাগে কাজ করার পর গত বছর অবসরে যান মার্শাল। কিন্তু পরামর্শক হিসেবে ঢাকায় আসার দিনই বিপিএলকে ঘিরে বড় দুর্নীতির খবর প্রকাশিত হয়। এ নিয়েই তিনি বলেন,

“যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই হুমকি থাকে যদি সেটি দুর্বলভাবে পরিচালিত হয়। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকলে দুর্নীতিবাজদের টার্গেটে পড়বে। বিপিএল যেন কখনোই এ ধরনের ভাবমূর্তিতে না পড়ে, সেটা নিশ্চিত করতে হবে। ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ থেকে শুরু করে প্রতিটি ধাপেই কঠোর নিরাপত্তা ও পেশাদারিত্ব জরুরি।”

মার্শাল তাঁর বক্তব্যে বারবারই বাংলাদেশ ক্রিকেটকে সুরক্ষিত রাখার অঙ্গীকারের কথা উল্লেখ করেন। তিনি বলেন,

“আমরা চাই ক্রিকেটাররা শুধু আন্তর্জাতিক মানদণ্ডই নয়, বাংলাদেশের আইন, ইসলামি মূল্যবোধ এবং নৈতিকতার প্রতি দায়বদ্ধ থাকুক। খেলাটাকে কীভাবে আরও সুন্দর ও স্বচ্ছ রাখা যায়, সেটিই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: