বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

যে কারণে ১৫ দিনের ছুটিতে গেলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫:৪৫, ২০ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:৪৬, ২০ আগস্ট ২০২৫

যে কারণে ১৫ দিনের ছুটিতে গেলেন মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তিনি নিয়েছেন ১৫ দিনের ছুটি।

পারিবারিক কারণে ছুটি
দলীয় সূত্র জানিয়েছে, মিরাজ এই সময়ে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান। ফলে সিলেটে শুরু হওয়া প্রস্ততি ক্যাম্পে যোগ দেননি তিনি। আগামী ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হলেও সেখানে মিরাজকে দেখা যাবে না।

এশিয়া কাপ সামনে
তবে আশার খবর, এশিয়া কাপের আগে তার ছুটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচকরা মনে করছেন, সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে মিরাজকে পাওয়া যাবে। ভারত ও পাকিস্তান ইতোমধ্যেই তাদের দল ঘোষণা করেছে। বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড দিলেও চূড়ান্ত দল এখনো ঘোষণা করেনি। আগামী ২২ আগস্টের মধ্যেই তা দিতে হবে।

দল ঘোষণা নিয়ে প্রক্রিয়া
২৫ সদস্যের যে প্রাথমিক দল ঘোষিত হয়েছে, সেখান থেকেই নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের দল গড়া হবে। সিলেটে ক্যাম্প চলাকালীন কোচ ফিল সিমন্স ও অধিনায়ক লিটন দাসের সঙ্গে বসে নির্বাচকরা দল চূড়ান্ত করবেন।
মিরাজের এই পারিবারিক ছুটি দলকে সাময়িকভাবে চাপের মুখে ফেললেও বোর্ড নিশ্চিত, তিনি এশিয়া কাপে মাঠে নামবেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: