রেকর্ড তৃতীয়বার বর্ষসেরা মোহামেদ সালাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:৫৯, ২০ আগস্ট ২০২৫

লিভারপুলের কিংবদন্তি তারকা মোহামেদ সালাহ আবারও ইতিহাস গড়লেন। ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তিনি—এবার নিয়ে তৃতীয়বার। এর আগে ২০১৮ ও ২০২২ সালে এই সম্মাননা পান মিশরীয় ফরোয়ার্ড, আর এবার ২০২৫-এ নিজের নামের পাশে রেকর্ড যোগ করলেন।
দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ সবাই
লিভারপুলের সঙ্গে প্রায় বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন সালাহ। কিন্তু নাটকীয়ভাবে নতুন চুক্তি করার পর মাঠে দেখিয়েছেন অসাধারণ ফর্ম। গত মৌসুমে করেছেন ২৯ গোল ও ১৮টি অ্যাসিস্ট, যা লিভারপুলকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগ শিরোপা।
লিভারপুলের আধিপত্য
ম্যানচেস্টারে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুধু সালাহ নন, লিভারপুলের আরও তিন তারকা—অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ—জায়গা পেয়েছেন বর্ষসেরা একাদশে। বিস্ময়করভাবে ২০১৭ সালের পর এবারই প্রথম কোনো ম্যানচেস্টার সিটি খেলোয়াড় একাদশে জায়গা পাননি।
নারী ফুটবলে নতুন নক্ষত্র
নারী বিভাগে বর্ষসেরা হয়েছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। প্রথম মৌসুমেই ১৯ গোল করে তিনি বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন।
উদীয়মান তারকারা
পুরুষ বিভাগে অ্যাস্টন ভিলার মর্গান রজার্স
নারী বিভাগে আর্সেনালের কানাডিয়ান ফরোয়ার্ড অলিভিয়া স্মিথ
উদীয়মান ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলেন তারা।
সালাহর এই অর্জন শুধু লিভারপুল নয়, গোটা ফুটবল বিশ্বে নতুন দিগন্ত খুলে দিল। আরেকবার প্রমাণ করলেন—তিনি কেবল দলের নয়, সময়েরও সেরা তারকা।