বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপন ১০ সেকেন্ডে ১৬ লাখ পযন্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫:৫৭, ২০ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:৫৮, ২০ আগস্ট ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপন ১০ সেকেন্ডে ১৬ লাখ পযন্ত

এশিয়া কাপ ২০২৫-এর সবচেয়ে প্রতীক্ষিত লড়াই—ভারত বনাম পাকিস্তান। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহারণ। টুর্নামেন্টের ফাইনালের আগে ক্রিকেটপ্রেমীরা যে ম্যাচটির জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করেন, তা হলো ভারত-পাকিস্তান দ্বৈরথ। সেই উত্তেজনা এবার নতুন মাত্রা যোগ করেছে বিজ্ঞাপনমূল্যে রেকর্ড ভাঙা চড়া দর।

বিজ্ঞাপনের রেকর্ড ভাঙা মূল্য
ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটির সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। সংস্থাটি প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ১৪ থেকে ১৬ লাখ রুপি দাবি করছে। এত উচ্চমূল্য ভারতীয় টেলিভিশন ইতিহাসে বিজ্ঞাপনের নতুন রেকর্ড তৈরি করেছে। সম্প্রচারকারীরা জানিয়েছেন, দর্শকসংখ্যার সম্ভাব্য বিস্ফোরণকে কেন্দ্র করেই এই চড়া দর ধরা হয়েছে।

ছুটির দিনে ‘ভিউয়ারশিপ বুম’
১৪ সেপ্টেম্বর পড়েছে রবিবার। সাপ্তাহিক ছুটির দিনে ভারত-পাকিস্তান ম্যাচের দর্শকসংখ্যা ঘরে-বাইরে, অনলাইন-অফলাইন সব প্ল্যাটফর্মে সর্বোচ্চ হবে বলেই ধারণা সম্প্রচার সংস্থার। তাই বিজ্ঞাপনদাতাদের জন্য তারা যে অ্যাড কার্ড পাঠিয়েছে, তাতেই স্পষ্ট উল্লেখ রয়েছে—১০ সেকেন্ডের জন্য ১৬ লাখ রুপি।

প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস ও বিস্ময়

এমন আকাশছোঁয়া বিজ্ঞাপনমূল্য নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন, “টাকাটা কি সব?” আবার অনেকে মনে করছেন, “এটাই তো ভারত-পাক ম্যাচের ভিউয়ারশিপ পাওয়ার!”
বিজ্ঞাপন শিল্প বিশেষজ্ঞদের মতে, শুধু ভারত নয়, পাকিস্তান ও বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়ার দর্শকদের মধ্যে ম্যাচটির প্রতি আগ্রহ এতটাই প্রবল যে বিজ্ঞাপনদাতারা এই বিনিয়োগকেই বড়সড় লাভের সম্ভাবনা হিসেবে দেখছেন।
ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই শুধু মাঠের খেলা নয়, তা হলো কোটি দর্শকের আবেগ, বাজারের বিপুল ব্যবসায়িক সম্ভাবনা এবং সম্প্রচার জগতের জন্য অর্থনৈতিক সোনার খনি। এবারের এশিয়া কাপে সেই সমীকরণ আরও সুস্পষ্ট হলো বিজ্ঞাপনের রেকর্ড ভাঙা দামে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: