বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

ভুটানকে হারিয়ে শুভ সূচনা মেয়েদের

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ২২:০৮, ২০ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:৩৮, ২১ আগস্ট ২০২৫

ভুটানকে হারিয়ে শুভ সূচনা মেয়েদের

সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করল বাংলাদেশ কিশোরী দল। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে স্বাগতিক ভুটানকে ৩–১ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে লাল–সবুজের মেয়েরা।

ম্যাচের শুরুতেই দাপট
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশ। ১৯তম মিনিটে সুযোগ পেলেও প্রীতি গোলের দেখা পাননি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সৌরভী আকন্দ প্রীতি। আরিফা আক্তারের লং পাস থেকে হেডে জালে বল পাঠান তিনি।

আলপির জোড়া গোল
বিরতির পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ। ৫৪ মিনিটে আলপি আক্তারের বুলেট শটে ব্যবধান বাড়ায় কিশোরীরা। ফাতেমা আক্তার ছিলেন গোলের সরবরাহকারী। এরপর ৬৫ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন আলপি।

ভুটানের একমাত্র গোল
৬১ মিনিটে গোলরক্ষক মেঘলার হাত ফসকে আসা বল থেকে রিনজিন দেমা ছোদেন গোল করে ব্যবধান কমান ভুটান। তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।

ভারতের বিপক্ষে লড়াই আগামীকাল
দিনের প্রথম ম্যাচে ভারত ৭–০ গোলে উড়িয়ে দেয় নেপালকে। ফলে আগামীকাল ভারত–বাংলাদেশ ম্যাচ হয়ে উঠছে শীর্ষে ওঠার জন্য বড় লড়াই।

বাংলাদেশ দলের এই শুভ সূচনা কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াবে, বিশেষত ভারতের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: