ঐশ্বরিয়ার অনুরোধ কী জেনে নিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৫৭, ২০ আগস্ট ২০২৫

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন সবসময়ই নিজেকে আলাদা করে তুলে ধরতে পেরেছেন। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে যেখানে অনেকেই লাইক ও কমেন্টের সংখ্যা দিয়েই নিজেদের মূল্যায়ন করেন, সেখানে ঐশ্বরিয়া দিয়েছেন ভিন্ন এক বার্তা।
তার মতে, আত্মমর্যাদা বা আত্মসম্মান মূলত অন্তরের বিষয়। এটি বাইরের স্বীকৃতি বা অনলাইন অনুমোদনের ওপর নির্ভর করে না। ঐশ্বরিয়া বলেন, ‘‘অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকৃতি পেতে মরিয়া হয়ে ওঠেন। কিন্তু প্রকৃত মূল্যবোধ কখনোই লাইক-শেয়ার কিংবা কমেন্টের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়।’’
তিনি ভক্ত ও সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন, যেন অনলাইনে স্বীকৃতি খোঁজা বন্ধ করা হয়। মানুষের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় তার চরিত্র, কাজ এবং আত্মবিশ্বাসের মাধ্যমে—সামাজিক যোগাযোগমাধ্যমের সংখ্যা দিয়ে নয়।
ঐশ্বরিয়ার এই বক্তব্যে আবারও ফুটে উঠেছে তার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব। ডিজিটাল দুনিয়ার এই সময়েও তিনি মনে করেন, প্রকৃত স্বীকৃতি আসে ভেতরের শক্তি থেকে, বাইরের নয়।