বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

আবার একসঙ্গে হিরো আলম ও রিয়া মনি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬:১৩, ২৪ আগস্ট ২০২৫

আবার একসঙ্গে হিরো আলম ও রিয়া মনি

বাংলাদেশের আলোচিত জুটি হিরো আলম ও রিয়া মনি আবারও একসঙ্গে হয়েছেন। তিনদিন ধরে হিরো আলম অবস্থান করছেন রিয়া মনির বরিশালের গ্রামের বাড়িতে। সেখানে দম্পতি হিসেবে আবারও সময় কাটাতে দেখা গেছে তাদের।

হিরো আলম জানান, “কোনো তালাক দেয়নি রিয়া মনি। সব ছিল অভিমান থেকে তৈরি ভুল বোঝাবুঝি। এখন আমরা আলোচনা করে সংসার টিকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি।” তার দাবি, পরিবার থেকেও এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে।

তবে রিয়া মনি ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, “আমি হিরো আলমকে তালাক দিয়েছি। তবে শুক্রবার সে আমাদের বাড়িতে এসেছে। আমার বাবা ও চাচারা আছেন, তাদের সঙ্গে বসে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। তারা যা বলবেন, আমি তা মেনে নেবো।”

কিছুদিন আগে হিরো আলম সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ করেন। সেখানে রিয়া মনিকে দেখা যায় ম্যাক্স অভির সঙ্গে। হিরো আলমের দাবি ছিল, রিয়া মনি অভির সঙ্গে পরকীয়ায় জড়িত এবং কক্সবাজারে গোপনে সফরেও গিয়েছেন।

এসব অভিযোগ অস্বীকার করে রিয়া মনি জানিয়ে ছিলেন, এ কারণেই তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন।
 
যদিও তারা আবার কাছাকাছি হওয়ার চেষ্টা করছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে আছে। রিয়া মনির পরিবার কী সিদ্ধান্ত নেবে, সেটিই এখন আলোচিত এই দম্পতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।

দেখা যাক, আলোচিত এই জুটি সত্যিই কি সংসারের টানাপোড়েন কাটিয়ে নতুনভাবে একসঙ্গে পথচলা শুরু করতে পারেন, নাকি আবারও ভাঙনের সুর বাজবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: