ফ্রান্স সরকারের বিরুদ্ধে টেলিগ্রাম প্রতিষ্ঠাতার ক্ষোভ
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৯:৪৫, ২৬ আগস্ট ২০২৫

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দোরভ ফরাসি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, এক বছর আগে তার বিরুদ্ধে নেওয়া গ্রেপ্তারি পদক্ষেপ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফ্রান্সের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
২০২৪ সালের আগস্টে ফরাসি পুলিশ তাকে চার দিনের জন্য আটক করে। অভিযোগ ছিল, অজ্ঞাত ব্যক্তিরা টেলিগ্রাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড সমন্বয় করেছে। তবে দোরভ বলেন, ব্যবহারকারীদের অপরাধের দায়ে একটি প্ল্যাটফর্মের সিইওকে গ্রেপ্তার করা সম্পূর্ণ অযৌক্তিক।
তিনি জানান, ফরাসি কর্তৃপক্ষ জাতীয় ও ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করেই তাকে আটক করেছে। দোরভ বলেন, ‘তারা চাইলে গুগল করেই সঠিক প্রক্রিয়া জানতে পারত।’
দোরভ আরও বলেন, ‘আমার গ্রেপ্তারের একমাত্র ফল ছিল, স্বাধীন রাষ্ট্র হিসেবে ফ্রান্সের ভাবমূর্তির মারাত্মক ক্ষতি।’
৯০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী নিয়ে টেলিগ্রাম বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় যোগাযোগমাধ্যম। দোরভ দাবি করেন, প্ল্যাটফর্মটির মডারেশন নীতি আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালিত হয় এবং বৈধ আইনি অনুরোধ মেনে চলা হয়। অথচ তদন্তকারীরা এখনো তার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি।
তিনি জানান, গ্রেপ্তারের পর এক বছর পার হলেও এখনো প্রতি ১৪ দিন পর পর তাকে ফ্রান্সে হাজিরা দিতে হচ্ছে। কোনো আপিল শুনানির তারিখ এখনো নির্ধারিত হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালে ফরাসি প্রসিকিউটররা দোরভের বিরুদ্ধে টেলিগ্রামের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে তদন্ত শুরু করে। সেই সময় প্যারিসের লে বুর্গে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।