ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণের আশঙ্কা
সমাজকাল
প্রকাশ: ১৩:২৪, ৯ জুলাই ২০২৫

ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে আজ (বুধবার) সকাল ১০টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগ—ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।
এদিকে আজ সারাদেশেই বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৪৪০ মিলিমিটার।
আবহাওয়ার এমন অবস্থায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।