ভূমধ্যসাগরজুড়ে দাউদাউ আগুন, বিপর্যস্ত ফ্রান্স-গ্রিস-তুরস্ক-সিরিয়া
সমাজকাল
প্রকাশ: ১৭:৩৬, ৭ জুলাই ২০২৫

সমাজকাল ডেস্ক
ভূমধ্যসাগরজুড়ে দাউদাউ আগুন, বিপর্যস্ত ফ্রান্স-গ্রিস-তুরস্ক-সিরিয়া, দক্ষিণ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ভয়াবহ দাবানল ও তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত। রোববার (৬ জুলাই) থেকে শুরু হওয়া দাবানল ছড়িয়ে পড়েছে ফ্রান্স, গ্রিস, তুরস্ক এবং সিরিয়ায়। একাধিক দেশে জারি হয়েছে জরুরি সতর্কতা।
গ্রিসের রাজধানী এথেন্সের উপশহর পিকারমিতে ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে ছাই হয়েছে বহু বসতবাড়ি। দ্বীপাঞ্চল ক্রিটেও হানা দেয় ভয়াবহ দাবানল। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে গ্রিসের দমকল কর্মীরা হিমশিম খাচ্ছেন।
তুরস্কের ইজমির প্রদেশে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি পাড়া। প্রবল বাতাসে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। সেফেরিহিসার জেলায় বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয় প্রশাসন। আগুনে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। হাটায় প্রদেশের দক্ষিণাঞ্চলীয় ডোরতইল এলাকায় এখনও দাউদাউ করে জ্বলছে বনভূমি।
তুরস্কে গত এক সপ্তাহে ৬০০-র বেশি আগুন লেগেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরিয়ার লাতাকিয়া অঞ্চলের কাস্তাল মাফ এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে জরুরি বাহিনী। দেশটির বনাঞ্চলে এই আগুন ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে এনেছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দক্ষিণ ইউরোপ ও আশপাশের এলাকায় এমন দাবানল ও তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে। এই অঞ্চলে এবারের গ্রীষ্মের এটি প্রথম বড় ধরনের তাপপ্রবাহ।
ফ্রান্স, ইতালি ও স্পেনজুড়ে বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটন এলাকা ও জনবহুল স্থানে মোতায়েন করা হয়েছে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদাতা বাহিনী।
এমন পরিবেশগত সংকট শুধু স্থানীয় নয়, বৈশ্বিক সচেতনতার প্রয়োজনীয়তা আরও জোরালো করছে।