ভাঙল মাউশি, হচ্ছে নতুন দুই অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৮, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:০৩, ১২ অক্টোবর ২০২৫

দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে দুটি নতুন অধিদপ্তর গঠন করা হচ্ছে। এর মধ্যে একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, আরেকটি কলেজ শিক্ষা অধিদপ্তর।
রবিবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও কলেজ শিক্ষার কার্যক্রম একই অধিদপ্তরের অধীনে থাকায় কার্যকর তদারকি ও নীতি বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছিল। এ কারণে শিক্ষা ব্যবস্থার দক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা বাড়াতে মাউশি ভেঙে দুটি পৃথক অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “মাধ্যমিক পর্যায়ের পাঠক্রম, শিক্ষক প্রশিক্ষণ, বিদ্যালয় তদারকি- এসব বিষয়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কাজ করবে। অন্যদিকে কলেজ শিক্ষা অধিদপ্তর কলেজ প্রশাসন, শিক্ষক পদোন্নতি ও পাঠ্যসূচি বাস্তবায়ন তদারকি করবে।”
এ জন্য নতুন দুটি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) নিয়োগের প্রস্তাবও প্রস্তুত করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে মাউশির বর্তমান ডিজি ও অতিরিক্ত মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকেই দুটি নতুন অধিদপ্তরের নেতৃত্ব বাছাই করা হবে।
অফিস আদেশে বলা হয়েছে, “শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভেঙে পৃথক দুটি অধিদপ্তর গঠনের অনুমোদন প্রদান করা হলো।”
১৯৮১ সালে প্রতিষ্ঠিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এখন পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসা— সব স্তরের তদারকি, নিয়োগ ও প্রশাসনিক কাজ পরিচালনা করে আসছে। একই দপ্তরের অধীনে এত স্তরের শিক্ষা পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাউশিকে।
শিক্ষাবিদরা মনে করছেন, দুটি পৃথক অধিদপ্তর গঠনের মাধ্যমে নীতি বাস্তবায়ন ও শিক্ষক উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে।
এ ব্যাপারে শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “দুটি অধিদপ্তর গঠন প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ও সময়োপযোগী সিদ্ধান্ত। মাধ্যমিক ও কলেজ শিক্ষার ধরন ও চ্যালেঞ্জ আলাদা, তাই আলাদা কাঠামোই যুক্তিযুক্ত।”