রাকসু নির্বাচনের ফল মিলবে ১২-১৫ ঘণ্টার মধ্যেই: ভিসি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭:০১, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:২০, ১৩ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল পেতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন উপাচার্য (ভিসি) প্রফেসর সালেহ হাসান নকীব।
রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিলেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
উপাচার্য বলেন, ‘একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি। এখন ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরাও আচরণবিধি মেনে চলছেন। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, যা নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত বজায় থাকবে বলে আশা করছি।’
এ সময় উপ-উপাচার্য প্রফেসর মঈন উদ্দিন খান বলেন, ‘নির্বাচনের পরপরই রাকসু ভবনে যেন নির্বাচিত প্রতিনিধিরা কাজ শুরু করতে পারেন, সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিপি ও জিএসসহ নির্বাচিত নেতাদের জন্য নির্ধারিত রুমও প্রস্তুত রাখা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভোটের আগের দিন থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, যাতে পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।