শহীদ মিনারে ঢাকা কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:১০, ১৩ অক্টোবর ২০২৫

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে কেন্দ্র করে শহীদ মিনারে জড়ো হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারের কর্মসূচির ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ’সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ’।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন শুরু করবেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় শিক্ষার্থীরা খুবই অনিশ্চয়তায় রয়েছেন। আমরা আর কোনো কালক্ষেপণ চাই না। বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক অংশীজনদের মতামতের আলোকে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ দিতে হবে।