মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

চাকসু নির্বাচনে ম্যাজিস্ট্রেটসহ চার স্তরের নিরাপত্তা

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৯:২৫, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৪৮, ১২ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনে ম্যাজিস্ট্রেটসহ চার স্তরের নিরাপত্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের আগের দিন থেকে ফলাফল ঘোষণার অন্তত আট ঘণ্টা পর পর্যন্ত এই নিরাপত্তা বলয় কার্যকর থাকবে বলে জানিয়েছে তারা।

রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন এই তথ্য জানায়।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, নির্বাচনের দিন পাঁচটি ভবনের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট হবে ওএমআর পদ্ধতিতে, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি ভবনের ডিনকে রিটার্নিং অফিসার এবং বিভাগীয় চেয়ারম্যানদের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে থাকতে পারবেন না।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, নির্বাচনের দিন প্রতিটি ভবনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ট্রান্সপোর্ট ও ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

তিনি বলেন, “১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় বাইরের যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বহিরাগতদের প্রবেশেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আইডি কার্ড বহন বাধ্যতামূলক করা হয়েছে।”

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, এপিবিএন, র‌্যাব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম যৌথভাবে কাজ করবে বলে জানান প্রক্টর। তিনি আরও যোগ করেন, “ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, “প্রায় ৩৬ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে। আমরা চাই এটি হোক স্বচ্ছ, ইনক্লুসিভ ও সুষ্ঠু নির্বাচন। এজন্য নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।”

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী, চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

টিকিটবিহীন ২১০০ যাত্রী শনাক্ত, রেলওয়ের অভিযানে আদায় সাড়ে ৪ লাখ টাকা
সৌদিতে প্রথমবার ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু
অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি