বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচনে ম্যাজিস্ট্রেটসহ চার স্তরের নিরাপত্তা

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৯:২৫, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৪৮, ১২ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনে ম্যাজিস্ট্রেটসহ চার স্তরের নিরাপত্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের আগের দিন থেকে ফলাফল ঘোষণার অন্তত আট ঘণ্টা পর পর্যন্ত এই নিরাপত্তা বলয় কার্যকর থাকবে বলে জানিয়েছে তারা।

রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন এই তথ্য জানায়।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, নির্বাচনের দিন পাঁচটি ভবনের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট হবে ওএমআর পদ্ধতিতে, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি ভবনের ডিনকে রিটার্নিং অফিসার এবং বিভাগীয় চেয়ারম্যানদের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে থাকতে পারবেন না।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, নির্বাচনের দিন প্রতিটি ভবনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ট্রান্সপোর্ট ও ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

তিনি বলেন, “১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় বাইরের যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বহিরাগতদের প্রবেশেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আইডি কার্ড বহন বাধ্যতামূলক করা হয়েছে।”

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, এপিবিএন, র‌্যাব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম যৌথভাবে কাজ করবে বলে জানান প্রক্টর। তিনি আরও যোগ করেন, “ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, “প্রায় ৩৬ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে। আমরা চাই এটি হোক স্বচ্ছ, ইনক্লুসিভ ও সুষ্ঠু নির্বাচন। এজন্য নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।”

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী, চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু