ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের দাবিতে আন্দোলন চলবে
প্রকাশ: ১৮:৫১, ৭ ডিসেম্বর ২০২৫
আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। ছবি: সমাজকাল
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।
রাজধানীর শিক্ষা ভবন মোড় অবরোধের পাঁচ ঘণ্টা পর আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেয় পুলিশ। তবে আলোচনার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলছেন, দাবি বাস্তবায়নের কোনো সুস্পষ্ট অগ্রগতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর একটায় শিক্ষা ভবন মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা৷ এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয় তীব্র যানজট। আর অবরোধ ঘিরে অনভিপ্রেত ঘটনা এড়াতে শিক্ষা ভবনের সামনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। রাখা হয় জলকামান ও রায়টকারও।
সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম শিক্ষার্থীদের জানান, তারা চাইলে সরাসরি সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে কথা বলে নিজেদের দাবি-দাওয়ার সর্বশেষ আপডেট নিতে পারেন।
শিক্ষার্থীদের তিনি বলেন, ‘সার্বিক বিষয়ে তোমরা সচিবালয়ে নিজেরাই গিয়ে জানতে পারো কী অগ্রগতি হয়েছে। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, সেটাও দিয়ে আসতে পারো। এতে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। এখানে মোড়ে পাঁচ ঘণ্টার মতো অবস্থান চলছে। এতে জনভোগান্তি বাড়ছে’৷
ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা পুলিশের দেওয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আমরা কোনো আলোচনায় যাচ্ছি না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’।
১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানায় মন্ত্রণালয়।
