বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

সরকার উৎখাতের ষড়যন্ত্র: তৃতীয় দফায় রিমান্ডে এনায়েত করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৪, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪২, ২২ অক্টোবর ২০২৫

সরকার উৎখাতের ষড়যন্ত্র: তৃতীয় দফায় রিমান্ডে এনায়েত করিম চৌধুরী

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে তৃতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে একই মামলায় দুই দফায় মোট সাত দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ।
আজ সকালে কারাগার থেকে এনায়েত করিমকে আদালতে হাজির করা হয়।

তদন্ত কর্মকর্তা, ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আখতার মোর্শেদ সাত দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, এনায়েত করিম চৌধুরী ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ২০০৪ সালে আমেরিকান পাসপোর্ট পান।
তিনি ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকায় আসেন। অভিযোগ, দেশে এসে তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার নির্দেশনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকায় একটি প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়।
এরপর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

পরে এই মামলায় আরও কয়েকজনকে—এসএম গোলাম মোস্তফা আজাদ, জাতীয় পার্টির (রওশনপন্থি) মহাসচিব কাজী মো. মামুনূর রশীদ এবং যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিফাতুল ইসলাম পাভেল—রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, আটক এনায়েত করিমের মোবাইল ফোন ও বিদেশি যোগাযোগ নেটওয়ার্ক থেকে সংগৃহীত তথ্য যাচাই চলছে।
তদন্তকারীরা বলছেন, ষড়যন্ত্রের নেপথ্যে বিদেশি ফান্ডিং ও যোগাযোগ চক্র রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতা তাহের, জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিশ্রম পণ্ডশ্রম হবে
আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে সই করল সরকার
সেন্টমার্টিন ভ্রমণে নতুন সরকারি নির্দেশনা
জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা, আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী, চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি