শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২:২৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে সতীন ওঝা (৭০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত সতীন ওঝা উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামের বাসিন্দা এবং গৌরাঙ্গ ওঝার পুত্র।

পরিবার সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টার দিকে সতীন ওঝা নিজ বাড়ির আশপাশে ঝোপঝাঁড় ও কলাবাগান পরিষ্কার করছিলেন। এসময় তিনি বুঝতে পারেননি যে সেখানে ভিমরুলের চাক রয়েছে। হঠাৎ ভিমরুলের আক্রমণে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ভিমরুলের একাধিক কামড়ে তার শরীরে বিষক্রিয়া শুরু হলে সঙ্গে সঙ্গে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই বিকেলে তার মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানান, সতীন ওঝা একজন নিরীহ ও পরিশ্রমী কৃষক ছিলেন। দুর্গাপূজার আগে তার এমন মৃত্যু এলাকায় মানুষের মধ্যে গভীর বেদনা তৈরি করেছে।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা এলাকাবাসীকে সতর্কভাবে ঝোপঝাড় পরিষ্কার করার এবং ভিমরুল বা অন্যান্য বিষাক্ত পোকামাকড়ের উপস্থিতি থাকলে দ্রুত সেসব স্থান থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন