শিল্পকলায় ‘এস এম সোলায়মান প্রণোদনা ২০২৫’ সোমবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১০, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫

একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, নির্দেশক, সংগঠক, অভিনেতা ও সংগীতজ্ঞ এস এম সোলায়মানের জন্ম ও মৃত্যুকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারও উৎসবের আয়োজন করেছে তার দল ‘থিয়েটার আর্ট ইউনিট’।
আগামী ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল সোয়া ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে মিথস্ক্রিয় আলোচনা ও ‘এস এম সোলায়মান প্রণোদনা ২০২৫’।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন নাট্যজন নায়লা আজাদ নূপুর, আজাদ আবুল কালাম, বাকার বকুল ও শামীমা শওকত লাভলী। সভাপতিত্ব করবেন থিয়েটার আর্ট ইউনিটের ভারপ্রাপ্ত দলপ্রধান সেলিম মাহবুব। অনুষ্ঠানটির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন দলটির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান মিল্লাত।
বাংলাদেশের নবনাট্য আন্দোলনের অন্যতম প্রতিভাধর নাট্যজন এস এম সোলায়মানের জীবনকাল ছিল মাত্র ৪৮ বছর। তবে অল্প সময়েই তিনি নাট্যজগতে সৃষ্টি করেছিলেন নতুন ধারা। নাটকে সংগীত সংযোজনে এনেছিলেন অভিনবত্ব, আর ব্যঙ্গরস ও স্যাটায়ারের মাধ্যমে তুলে ধরেছিলেন সমকালীন রাজনীতি, ধর্মব্যবসা ও স্বৈরতন্ত্রের কৌতুকরসাত্মক সমালোচনা। রাজনৈতিক স্যাটায়ারের প্রচলন ও জনপ্রিয়তা লাভ তার হাত ধরেই।
এস এম সোলায়মান প্রায় ৩০টির মতো নাটক রচনা ও রূপান্তর করেছেন, আর নির্দেশনা দিয়েছেন তারও বেশি। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে— খ্যাপা পাগলার প্যাচাল, ইঙ্গিত, গণি মিয়া একদিন, আহ্ কমরেড, ইলেকশন ক্যারিকেচার, এই দেশে এই বেশে, কোর্ট মার্শাল, বার্থ ফ্যান্টাসি, গোলাপজান, আমিনা সুন্দরী প্রভৃতি।
এ ছাড়া এস এম সোলায়মান দুইবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচিত সেক্রেটারি জেনারেল ছিলেন। তার নির্দেশিত নাটক আমিনা সুন্দরী আমেরিকার অব ব্রডওয়েতে প্রথম বাংলা নাটক হিসেবে মঞ্চস্থ হয়, যা ছিল বাংলাদেশের নাট্য ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা।
‘এস এম সোলায়মান প্রণোদনা’ পুরস্কার অনুষ্ঠান তাই শুধু একজন নাট্যকারকে স্মরণ নয়, বরং বাংলাদেশের নাট্য আন্দোলনের এক স্বর্ণযুগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ আয়োজন।