বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

শেক্সপিয়ারের পরিবারের বিরোধ উসকে দেওয়া ‘উইল’ অবশেষে উদ্ধার

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৬:০০, ২৩ আগস্ট ২০২৫

শেক্সপিয়ারের পরিবারের বিরোধ উসকে দেওয়া ‘উইল’ অবশেষে উদ্ধার

ইংরেজ নাট্যগুরু উইলিয়াম শেক্সপিয়ারের পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধের সূত্রপাত ঘটানো ১৭শ শতকের একটি গুরুত্বপূর্ণ উইল অবশেষে খুঁজে পাওয়া গেছে।


বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভস-এর ইতিহাসবিদ ড. ড্যান গসলিং শত শত নথিপত্র ঘাঁটতে গিয়ে হঠাৎই এ নথিটি খুঁজে পান। তিনি দাবি করেছেন, অন্তত ১৫০ বছর ধরে কেউ এই উইলটির দেখা পাননি। ১৯শ শতকের শেষের দিকে এটি আর্কাইভে জমা দেওয়া হলেও পরে আর খোঁজ মেলেনি।

কী ছিল সেই উইলে?

উইলটি করেছিলেন থমাস ন্যাশ (Nashe), যিনি ছিলেন শেক্সপিয়ারের নাতনি এলিজাবেথ হলের স্বামী এবং তখন শেক্সপিয়ারের পারিবারিক বাড়ি নিউ প্লেস-এ বসবাস করছিলেন। ১৬৪২ সালের ২৫ আগস্ট ন্যাশ উইল তৈরি করে ওই বাড়িটি নিজের চাচাতো ভাই এডওয়ার্ড ন্যাশকে দিয়ে যান—যার কোনও বৈধ অধিকার তার ছিল না।

কিন্তু বাড়িটি উইল করে গিয়েছিলেন শেক্সপিয়ার নিজে, তার জ্যেষ্ঠ কন্যা সুসান্নাকে। সুসান্না তখনও জীবিত ছিলেন এবং এলিজাবেথ ও ন্যাশের সঙ্গেই নিউ প্লেস-এ বাস করছিলেন।

আইনি লড়াই

১৬৪৭ সালে থমাস ন্যাশের মৃত্যুর পর সুসান্না ও এলিজাবেথ আইনি প্রমাণপত্র সংগ্রহ করেন যাতে নিশ্চিত করা হয় যে শেক্সপিয়ারের সম্পত্তি তাদেরই দখলে রয়েছে। কিন্তু পরের বছর এডওয়ার্ড ন্যাশ আদালতে মামলা করে দাবি জানান, তার প্রয়াত চাচাতো ভাইয়ের উইলকে সম্মান জানাতে হবে।

এ নিয়ে মামলা গড়ায় চ্যান্সারি কোর্টে, যেখানে এলিজাবেথ যুক্তি দেন যে তার স্বামীর বাড়ি দেওয়ার কোনও ক্ষমতা ছিল না এবং এটি তার নানাজান শেক্সপিয়ারের উইলে তার মায়ের নামে বেঁধে দেওয়া সম্পত্তি।


ইতিহাসবিদ গসলিং জানান, ধারণা করা হয় মামলা শেষ পর্যন্ত আদালতের বাইরে মীমাংসিত হয় এবং এলিজাবেথ হল (যিনি পরবর্তীতে লেডি বার্নার্ড খেতাব পান) মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ ১৬৭০ সাল পর্যন্ত নিউ প্লেস-এ বসবাস করেন।

ড. গসলিং বলেন, “এই নথি পড়তে পড়তে আমি উত্তেজিত হয়ে পড়ি। এটি শুধু শেক্সপিয়ার পরিবারের সম্পত্তি নিয়ে বিরোধই নয়, বরং শেক্সপিয়ারের সরাসরি উত্তরাধিকারীদের শেষ অধ্যায়ের সঙ্গে জড়িত।”
 সূত্র: বিবিসি নিউজ, ওয়েস্ট মিডল্যান্ডস

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: