বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

শেক্সপিয়ারের পরিবারের বিরোধ উসকে দেওয়া ‘উইল’ অবশেষে উদ্ধার

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৬:০০, ২৩ আগস্ট ২০২৫

শেক্সপিয়ারের পরিবারের বিরোধ উসকে দেওয়া ‘উইল’ অবশেষে উদ্ধার

ইংরেজ নাট্যগুরু উইলিয়াম শেক্সপিয়ারের পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধের সূত্রপাত ঘটানো ১৭শ শতকের একটি গুরুত্বপূর্ণ উইল অবশেষে খুঁজে পাওয়া গেছে।


বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভস-এর ইতিহাসবিদ ড. ড্যান গসলিং শত শত নথিপত্র ঘাঁটতে গিয়ে হঠাৎই এ নথিটি খুঁজে পান। তিনি দাবি করেছেন, অন্তত ১৫০ বছর ধরে কেউ এই উইলটির দেখা পাননি। ১৯শ শতকের শেষের দিকে এটি আর্কাইভে জমা দেওয়া হলেও পরে আর খোঁজ মেলেনি।

কী ছিল সেই উইলে?

উইলটি করেছিলেন থমাস ন্যাশ (Nashe), যিনি ছিলেন শেক্সপিয়ারের নাতনি এলিজাবেথ হলের স্বামী এবং তখন শেক্সপিয়ারের পারিবারিক বাড়ি নিউ প্লেস-এ বসবাস করছিলেন। ১৬৪২ সালের ২৫ আগস্ট ন্যাশ উইল তৈরি করে ওই বাড়িটি নিজের চাচাতো ভাই এডওয়ার্ড ন্যাশকে দিয়ে যান—যার কোনও বৈধ অধিকার তার ছিল না।

কিন্তু বাড়িটি উইল করে গিয়েছিলেন শেক্সপিয়ার নিজে, তার জ্যেষ্ঠ কন্যা সুসান্নাকে। সুসান্না তখনও জীবিত ছিলেন এবং এলিজাবেথ ও ন্যাশের সঙ্গেই নিউ প্লেস-এ বাস করছিলেন।

আইনি লড়াই

১৬৪৭ সালে থমাস ন্যাশের মৃত্যুর পর সুসান্না ও এলিজাবেথ আইনি প্রমাণপত্র সংগ্রহ করেন যাতে নিশ্চিত করা হয় যে শেক্সপিয়ারের সম্পত্তি তাদেরই দখলে রয়েছে। কিন্তু পরের বছর এডওয়ার্ড ন্যাশ আদালতে মামলা করে দাবি জানান, তার প্রয়াত চাচাতো ভাইয়ের উইলকে সম্মান জানাতে হবে।

এ নিয়ে মামলা গড়ায় চ্যান্সারি কোর্টে, যেখানে এলিজাবেথ যুক্তি দেন যে তার স্বামীর বাড়ি দেওয়ার কোনও ক্ষমতা ছিল না এবং এটি তার নানাজান শেক্সপিয়ারের উইলে তার মায়ের নামে বেঁধে দেওয়া সম্পত্তি।


ইতিহাসবিদ গসলিং জানান, ধারণা করা হয় মামলা শেষ পর্যন্ত আদালতের বাইরে মীমাংসিত হয় এবং এলিজাবেথ হল (যিনি পরবর্তীতে লেডি বার্নার্ড খেতাব পান) মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ ১৬৭০ সাল পর্যন্ত নিউ প্লেস-এ বসবাস করেন।

ড. গসলিং বলেন, “এই নথি পড়তে পড়তে আমি উত্তেজিত হয়ে পড়ি। এটি শুধু শেক্সপিয়ার পরিবারের সম্পত্তি নিয়ে বিরোধই নয়, বরং শেক্সপিয়ারের সরাসরি উত্তরাধিকারীদের শেষ অধ্যায়ের সঙ্গে জড়িত।”
 সূত্র: বিবিসি নিউজ, ওয়েস্ট মিডল্যান্ডস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু